তেজস্বী যাদব, চিরাগ পাসওয়ান ও নীতীশ কুমার (Photo Credits: File Photo)

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মঙ্গলবারই নির্ধারিত হয়ে যাবে আগামী পাঁচ বছরের জন্য কে হচ্ছেন বিহারবাসীর ভাগ্যনির্মাতা (Bihar Assembly Election Results 2020)। সমস্ত ভোট পরবর্তী সমীক্ষাকে উলটে দিয়ে  বিহারে একক সংখ্য়া গরিষ্ঠতায় এগিয়ে বিজেপি। এনডিএ আপাতত চালকের আসনে রয়েছে। পাটনায় জেডিইউ-বিজেপি সমর্থকদের মধ্যে চলছে আবীর খেলা, উচ্ছাস প্রকাশ। এবারও বিহারে জয়ের মুকুট পরবে  এনডিএ নাকি কংগ্রেস আরজেডির মহাজোট। এগজিট পোলকে ফুৎকারে উড়িয়ে বিহারে ফের ক্ষমতায় ফিরছে নীতীশ কুমার বিজেপি জোট? নির্বাচন কমিশন জানিয়েছে এখনও পর্যন্ত ১ কোটির উপরে ভোট গণনা হয়ে গেছে। তাতে সুবিধাজনক জায়গায় রয়েছে বিজেপি-জেডিইউ জোট।

  • ইমামগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হিন্দুস্তানি আওম মোর্চা নেতা জিতন রাম মাঞ্জি
  • আরজেডি নেতা তেজ প্রতাপ যাদব হাসানপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী।
  • বিহার বিধানসভা ভোটের লাইভ ফলাফল, ৬টি আসনে জয়ী বিজেপি, ২টি করে আসনে জয়ী জেডিইউ, আরজেডি
  • হায়াঘাটে জয়ী বিজেপি প্রার্থী রামচন্দ্র প্রসাদ।
  • সাকরাতে জয়ী জেডিইউ প্রার্থী অশোক কুমার চৌধুরি।
  • বিহারের কুশেশ্বর আস্থান কেন্দ্রে জয়ী জনতাদল ইউনাইটেড প্রার্থী শশীভূষণ হাজারি।
  • মহাজোট এগিয়ে ১০০ কেন্দ্রে।
  • ১৩২টি আসনে এগিয়ে জেডিইউ-বিজেপি জোট।
  • বিহারে সরকার গড়বে মহাজোট, আত্মবিশ্বাসী আরজেডি।
  • দ্বারভাঙার চারটি আসনের ফল ঘোষণা। তিনটি আসনে জয়ী বিজেপি।  একটিতে জেডি(ইউ)।

  • দ্বারভাঙা গ্রামীণ কেন্দ্রে জয়ী আরজেডি প্রার্থী ললিত যাদব।
  • ১০৫টি আসনে এগিয়ে মহাজোট।
  • ১২৮টি আসনে এগিয়ে এনডিএ।
  • আরজেডি প্রার্থী অমর নাথ গামিকে হারিয়ে দ্বারভাঙা বিধানসভা আসনে জয়ী বিজেপির সঞ্জয় সারোগী।
  •  পাটনার রাজপথে আবীরে রেঙে ঢোলক নিয়ে এগিয়ে থাকার উদযাপনে মেতেছে বিজেপির মহিলা মোর্চা।
  • ‘আর কয়েক ঘণ্টা অপেক্ষা করুন। যা বলেছি, তা করে দেখাব’, মন্তব্য আরজেডি সাংসদ মনোজ ঝায়ের।
  • দুপুর ২টো পর্যন্ত বিহারের ৭টি আসনে দুই শীর্ষ দলের মধ্যে ভোটের ব্যবধান ২২০-র কম।  ৪৯টি আসনে ভোটের ব্যবধান ১০০০-এর কম।
  • এখনও পর্যন্ত ১ কোটি ভোট গণনা হয়েছে।
  • চতুর্থ রাউন্ডে গণনার পর রামগড়ে এগিয়ে রয়েছেন বিএসপি-র অম্বিকা সিংহ। তিনি ৩২ হাজার ৭৫৯ ভোট পেয়েছেন। বিজেপির অশোক সিংহ পেয়েছেন ২৮ হাজার ১৯৭ ভোট
  • চৈনপুরে বহুজন সমাজ পার্টির (বিএসপি) জামা খান ১ হাজার ৯৬ ভোটে এগিয়ে রয়েছেন। তিনি ১৫ হাজার ৩৬১ ভোট পেয়েছেন। বিজেপির ব্রিজকিশোর বিন্দ পেয়েছেন ১৪ হাজার ২৬৫ ভোট।

  • আরজেডি প্রার্থী আবদুল বারি সিদ্দিকীকে হারিয়ে বিহারের কেওটি কেন্দ্রে জয়ী  বিজেপি প্রার্থী মুরারি মোহন ঝা।
  • ১২৮টি আসনে এগিয়ে জেডিইউ-বিজেপি জোট।
  • মহাজোট এগিয়ে ১০৪টি আসনে।

  • বিহারে প্রাথমিক ভোটপ্রবণতায় ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল এনডিএ। ২৪৩টি আসনের মধ্যে এনডিএ  এগিয়ে ১২৭টি আসনে।
  • ১২৬টি আসন নিশ্চিত করল জেডিইউ-বিজেপি জোট।
  • ১০৬টি আসনে এগিয়ে মহাজোট
  • ৯৯টি আসনে এগিয়ে মহাজোট।
  • ১৩০টি আসনে এগিয়ে জেডিইউ-বিজেপি জোট।
  • এনডিএ  এগিয়ে ১২২টি আসনে।
  • মহাজোট এগিয়ে ১০৪টি আসনে।
  • ১১৮টি আসনে এগিয়ে জেডিইউ-বিজেপি জোট।
  • মহাজোট এগিয়ে ৯৫টি আসনে।
  • ১১১টি আসনে এগিয়ে জেডিইউ-বিজেপি জোট।
  • ৫টি আসনে এগিয়ে এলজেপি।
  • এনডিএ এগিয়ে ১২২টি আসনে।
  • মাধোপুর কেন্দ্রে পিছিয়ে পাপ্পু যাদব।
  • ১১৪টি আসনে এগিয়ে মহাজোট।
  • ১১৯টি আসনে এগিয়ে এনডিএ জোট
  • এলজেপি এগিয়ে আটটি আসনে।
  • অন্যান্যরা এগিয়ে টি আসনে।

  • পাটনা সাহিব কেন্দ্রে এগিয়ে নন্দকিশোর যাদব।
  • সিওয়ানে এগিয়ে আরজেডি।
  • ১১৪টি আসনে এগিয়ে মহাজোট।
  • এনডিএ এগিয়ে ১১৯টি আসনে
  • মহাজোট এগিয়ে ১২০টি আসনে।
  • ৬টি আসনে এগিয়ে চিরাগ পাসওয়ানের দল।
  • এনডিএ ১১২।
  • অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে।
  • শেখপুরায় এগিয়ে কংগ্রেস।
  • ম্যাজিক ফিগার ১২২।
  • পুর্ণিয়ায় এগিয়ে বিজেপি।
  • মাধোপুরা থেকে এগিয়ে পাপ্পু যাদব।
  • হাসানপুর থেকে এগিয়ে তেজপ্রতাপ যাদব।
  • বিহারে ১২টি আসনে এগিয়ে বামেরা।
  • ৩৮টি জেলায় ৫৫টি গণনাকেন্দ্র।
  • বাঁকাতে এগিয়ে বিজেপি।
  • রাঘোপুর থেকে এগিয়ে তেজস্বী যাদব।
  • ১০৫টি আসনে আরজেডি-কংগ্রেস-বামেদের মহাজোট।
  • ৭৫টি আসনে এগিয়ে জেডিইউ-বিজেপি।
  • ৬৯টি আসনে এগিয়ে জেডিইউ-বিজেপি।
  • ৮৯টি আসনে এগিয়ে আরজেডি-কংগ্রেস-বাম জোট।
  • মহাজোট এগিয়ে ১১১ আসনে, এনডিএ লিড ৭৭ আসনে। সংখ্যাগরিষ্ঠতায় দরকার ১২২।
  • নীতীশের মন্ত্রী জেডি (ইউ)-এর জয় কুমার সিং দিনারা আসনে পিছিয়ে পড়েছেন।
  • HAM-এর প্রতিষ্ঠাতা জিতন রাম মাঝি এগিয়ে ইমামগঞ্জে।
  • মোকামায় এগিয়ে আরজেডির অনন্ত কুমার সিং।
  • ঝড়ের গতিতে এগোচ্ছে আরজেডি। ৮৪ আসনে লিড তেজস্বীর দলের। কংগ্রেস এগিয়ে ২১ আসনে। বিজেপি ৪৩ আসনে। জেডি(ইউ) ৩৪ আসনে। অন্যরা ১০ আসনে। এলজেপি ২টি আসনে।
  • ৮২টি আসনে এগিয়ে রয়েছে জেডিইউ-বিজেপি জোট।
  • এই মুহূর্তে ৭৮টি আসনে এগিয়ে রয়েছে আরজেডি-কংগ্রেস-বামেদের মহাজোট।
  • আরজেডি কংগ্রেস বামের মহাজোট এগিয়ে ৬৪টি আসনে।
  • জেডিইউ-বিজেপি জোট এগিয়ে ৬২টি আসনে।
  • আরজেডি এগিয়ে ১১টি আসনে, বিজেপি ৭টিতে, কংগ্রেস ৫টিতে, জেডি(ইউ) ৫টিতে। এলজেপি ৩টিতে এবং অন্যরা ৩টিতে।
  • জামুইয়ে এগিয়ে বিজেপির শ্রেয়সী সিং।