One Nation One Election Committee (Photo Credit: Twitter)

দিল্লি, ১৪ মার্চ: 'এক দেশ এক ভোট' (One Nation, One Election) নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu)কাছে রিপোর্ট জমা দিলেন রামনাথ কোবিন্দ কমিটি। বৃহস্পতিবার প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়, সেই অনুযায়ী এক দেশ এক ভোটের রিপোর্ট জমা পড়ে। যা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় জোর চর্চা।  এক দেশ এক ভোট নিয়ে আজ ১৮ হাজার ৬২৪ পাতার রিপোর্ট রাষ্ট্রপতি মুর্মুর কাছে জমা দেন রামনাথ কোবিন্দ কমিটি। ওই কিমিটর অন্য সদস্যরা অর্থাৎ অমিত শাহ, গুলাম নবী আজাদকরাও রাষ্ট্রপতি ভবনে হাজির হন। তবে এক দেশ এক ভোট নীতির পরিপন্থী বিরোধী দলগুলি।

এক দেশ এক ভোট হলে লোকসভার  সঙ্গে বিধানসভাগুলির ফলও যে বিরোধী দলগুলির বিশেষ করে আঞ্চলিক দলের অনুকূলে যাবে না, সেই আশঙ্কা থেকে এর বিরোধিতা শুরু হয় আগে থেকেই।

দেখুন ট্যুইট...

 

পিটিআই সূত্রে খবর, লোকসভা ভোটের পর ১০০ দিনের মধ্যে স্থানীয় নির্বাচন পর্ব সম্পন্ন করতে হবে। নির্বাচনের দ্বিতীয় ধাপ হিসেবেই ১০০ দিনের মধ্যে স্থানীয় ভোট সম্পূর্ণ করতে হবে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আজ কোবিন্দ কমিটির তরফে রিপোর্ট জমা দেওয়া হয়।