লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (Photo Credits: AFP)

নতুন দিল্লি, ৮ সেপ্টেম্বর: প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) ভারতের তরফে কোনও গুলি চালানোর ঘটনা ঘটেনি। মঙ্গলবার চিনের গুলি চালানোর অভিযোগ খারিজ করল ভারতীয় সেনা। এর পরেই এক বিবৃতিতে ভারতীয় সেনা জানায়, “ যখন দুই দেশের সেনাকর্তাদের তরফে শান্তি বজায়ের জন্য বৈঠক চলছে। তখন লালফৌজই বারবার সীমান্তের সমস্ত নিয়মকানুন লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডের দিকে গুলি চালিয়েছে। ৭ সেপ্টেম্বরের ঘটনায় লালফৌজ ইচ্ছে করে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাকে উসকানি দিচ্ছিল। সেই সময় চিনের পিপল লিবারেশন আর্মির তরফেই আকাশে কয়েক রাউন্ড গুলি চালানো হয়।” মূলত সোমবার গভীর রাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে চিনের সীমানায় ঢুকে গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী! চিনের তরফে এমন অভিযোগের পরেই বিবৃতি দিল ভারতীয় সেনা।

ভারতীয় সেনার বিবৃতি টুইট করলেন সাংবাদিক

প্রসঙ্গত, গত মাসের শেষ থেকেই লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ অংশে নতুন করে সমস্যা শুরু হয়েছে। তবে এবার আর ছেড়ে কথা বলেনি ভারতও। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্যাংগং লেকের উত্তরে ফিঙ্গার ৪-এর একটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নেয় ভারতীয় সেনা। ফলে ওই অঞ্চলটি এখন ভারতের নিয়ন্ত্রণে। গত জুন থেকে এখনও পর্যন্ত এই প্রথম সেনা ও স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স ফিঙ্গার ৪-এ এতবড় সাফল্য পেল। এরপর চিনের জিনপিং সরকারের মুখপত্র ‘গ্লোবাল টাইমস’ সোমবার গভীর রাতে দাবি করেছে, শেনপাও পাহাড়ের কাছে প্যাংগং লেকের দক্ষিণ কূলে ভারতীয় সেনা ফের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে। লাল ফৌজের পশ্চিম থিয়েটার কম্যান্ডের মুখপাত্রকে উদ্ধৃত করেছে ওই সংবাদপত্র। শুধু তাই নয়, নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারত গুলিও চালিয়েছে বলে দাবি তাদের। এই পরিস্থিতিতে চিন নাকি পাল্টা জবাবও দিয়েছে। চিনের এহেন অভিযোগেরই পত্রপাঠ জবাব দিল ভারতীয় সেনা। আরও পড়ুন-WHO Chief Tedros Adhanom: করোনাই শেষ নয়, পরবর্তী মহামারীর জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে বললেন WHO-র প্রধান টেড্রোস আধানম ঘেব্রেসিয়াস

চিনের অভিযোগ নিয়ে গ্লোবাল টাইমসের টুইট

কয়েকদিন আগেই মস্কোতে রাজনাথ সিংয়ের সঙ্গে চিনের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক হবে বলে ঠিক হয়। তার আগেই ফের প্যাংগংয়ে ঝামেলা লাগল দু’পক্ষের। সেই মে মাস থেকেই লাদাখে চলছে দুই পক্ষের সংঘর্ষ। গালওয়ানে ঘটে গিয়েছে রক্তক্ষয়ী লড়াই, যাতে ইতিমধ্যেই ২০ জন ভারতীয় সেনা নিহত। এর পরে আলোচনা ও কূটনৈতিক চাপে পরিস্থিতি একটু আয়ত্বে এলেও ফের নতুন করে দানা বাঁধতে শুরু করেছে অশান্তি।