Mukesh Ambani: টেসলা সিইও ইলন মাস্কের তুঙ্গে বৃহস্পতি, বিশ্বের ৬ নম্বর ধনীর তালিকায় নামলেন মুকেশ আম্বানি
মুকেশ আম্বানি (Photo Credits: IANS)

নিউইয়র্ক, ১৮ আগস্ট: টেসলা সিইও ইলন মাস্ক ও ফরাসী কোটিপতি বার্নার্ড আর্নল্টের সৌজন্যে ফের বিশ্বের  ধনীর তালিকার ছয় নম্বরে ফিরলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়াম্যান মুকেশ আম্বানি(Mukesh Ambani)। মঙ্গলবার টেসলা ও স্পেসএক্স-এর মালিক ইলন মাস্ক বিশ্বের ধনীর তালিকার চার নম্বরে চলে এসেছেন। পাঁচ নম্বরে রয়েছেন ফরাসী কোটিপতি তথা এলভিএমএইচ মোয়েটের মালিক বার্নার্ড আর্নল্ট। ব্লুমবার্গ বিলিয়োনেয়ার ইনডেক্স অনুসারে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ৭৮.৮ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ইলন মাস্কের সম্পত্তির পরিমাণ ৮৪.৮ বিলিয়ন মার্কিন ডলার। আর বার্নার্ড আর্নল্টের সম্পত্তির পরিমাণ ৮৪.৬ বিলিয়ন মার্কিন ডলার। সোমবার নিউইয়র্কের শেয়ার বাজারে টেসলার শেয়ারের মূল্য আচমকাই ১১ শতাংশ বেড়ে যায়। সঙ্গে সঙ্গে ইলন মাস্কের প্রাপ্ত সম্পদের পরিমাণও একলাফে অনেকটাই উপরে চলে আসে।

তাই রাতারাতি বিশ্বের চার নম্বর ধনীর জায়গা ইলন মাস্কের মুঠোবন্দি হয়। এই মুহূর্তে ১৮৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদের মালিক হয়ে দেশের এক নম্বর ধনী অ্যামাজন কর্তা জেফ বেজোস। ১২১ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক বিল গেটস বিশ্বের ২ নম্বর ধনী। ৯৯ বিলিয়ন মার্কিন ডলারের মালিক হয়ে বিশ্বের তিন নম্বর ধনী ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ। চার নম্বরে ইলন মাস্ক। ৫ নম্বরে বার্নার্ড আর্নল্ট। ৬ নম্বরে মুকেশ আম্বানি। এর আগে ব্লুমবার্গ জানিয়েছিল টেসলার শেয়ার চলতি বছরে ৩০০ শতাংশ বাড়বে। সেই মতোই তড়িতড়িয়ে এগোচ্ছেন ইলন মাস্ক। পাশাপাশি স্পেস এক্সের শেয়ার মূল্যও ঊর্ধ্বগতিতে। সবমিলিয়ে তাঁর সম্পদের ইক্যুয়িটি ভ্যালু গিয়ে দাঁড়ায় ৪৬ বিলিয়ন মার্কিন ডলারে। আরও পড়ুন-Viral:মার্বেল বাজিয়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৬ বছরের খুদে, শিশুশিল্পীকে ড্রাম উপহার দিলেন মালয়লম অভিনেতা

শুধু চলতি বছরেই ইলন মাস্কের ভাগ্যে সম্পদের পরিমাণ হবে ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে মহামারীর করোনাবাইরাসের প্রকোপে বিশ্বের বেশিরবাগ শিল্পপতির ব্যবসা পড়তির দিকে, তখন ইলন মাস্ক একেবারে সম্পদের সিঁড়ি দিয়ে উপরে উঠেই চলেছেন। তবে চলতি বছরে সবথেকে বেশি লাভবান অ্যামাজনের মালিক জেফ বেজোস। তিনি এই বছরেই লাভ করেছেন ৭৩ বিলিয়ন মার্কিন ডলার।