Spicejet Flight (Photo Credit: Wikipedia)

নয়াদিল্লিঃ মাঝ আকাশে বিমানে(Flight) চাকায় বিভ্রাট। অল্পের জন্য রক্ষা পেলো চেন্নাইগামী বিমান(Chennai Bound Flight)। জয়পুর বিমানবন্দরে(Jaipur Airport) জরুরি অবতরণ। জানা গিয়েছে, রবিবার জয়পুর বিমান বন্দর থেকে চেন্নাইয়ের)Chennai) দিকে রওনা দেয় স্পাইস জেটের SG9046 বিমানটি। টেক অফের কিছুক্ষণ পরই প্রযুক্তিগত সমস্যার কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। এরপর নিরাপদে বিমান থেকে যাত্রীদের নামিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

অবতরণের আগে ফাটল বিমানের চাকা, আতঙ্কে যাত্রীরা

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, পাইলটের তৎপরতা এবং নিয়ন্ত্রণ কক্ষের দ্রুত সাড়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীদের কোনওরকম ক্ষতি হয়নি। এছাড়া বিমানবন্দর সূত্রে খবর, বিমানটি অবতরণের পর যাত্রী ও ক্রু সদস্যদের দ্রুত বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের লাউঞ্জে স্থানান্তরিত করা হয়। আজকের জন্য প্রাথমিকভাবে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এই ঘটনায় বিমানসংস্থা স্পাইসজেটের মুখপাত্র বলেন, “ জয়পুর-চেন্নাই ফ্লাইট SG9046 প্রযুক্তিগত ত্রুটির কারণে জয়পুর বিমানবন্দরে ফিরে আসে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীরা স্বাভাবিকভাবে নামতে পেরেছেন। আমরা এই ঘটনার জন্য দুঃখিত এবং যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করছি।

 মাঝ আকাশে ফাটল বিমানের চাকা, জরুরি অবতরণ চেন্নাইগামী বিমানের