Man Caught Smoking Beedi on IndiGo Flight (Photo Credits: X)

সুরাট, ২৯ মার্চঃ বিমানের টয়লেটে বিড়ি খেতে গিয়ে গ্রেফতার হলেন এক যাত্রী। বৃহস্পতিবার গুজরাটের সুরাট থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানের মধ্যে এক যাত্রী বিড়ি ধরান বলে অভিযোগ। বিমানকর্মীরা ধোঁয়ার গন্ধ পেতেই তৎপর হন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন। সুরাট বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন বাংলার বাসিন্দা।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার সুরাট বিমানবন্দর (Surat Airport) থেকে বিকেল ৪টে ৩৫ মিনিটে রওনা দেওয়ার কথা ছিল ইন্ডিগোর (IndiGo) বিমানটির। যাত্রীরা সকলে বিমানে উঠেও পড়েন। কিন্তু উড়ানের মুখেই কিছু যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন চালক। বিমানের মধ্যেই আটকে থাকেন যাত্রীরা। প্রায় ৭০ জন যাত্রী ছিলেন ওই বিমানে। এক ঘণ্টা পার হয়ে গেলেও উড়ানের কোন লক্ষণ ছিল না। এমন সময়ে সাড়ে ৫ট নাগাদ বিমানের টয়লেট থেকে বিড়ির গন্ধ পান এক বিমানকর্মী। তিনি সঙ্গে সঙ্গে বাকি কর্মীদের খবর দেন। ওই ব্যক্তিকে টয়লেট থেকে বের করে তল্লাশি নেওয়া হয়। তাঁর কাছ থেকে একটি বিড়ির প্যাকেট এবং দেশলাই উদ্ধার হয়েছে। সঙ্গে সঙ্গে বিমানবন্দর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে গ্রেফতার করে অশোক অনুকূল বিশ্বাস নামের ওই ব্যক্তিকে।

পশ্চিমবঙ্গের বাসিন্দা অশোক কর্মসূত্রে থাকেন গুজরাটের নভসারিতে। বিমানবন্দরে কঠোর নিরাপত্তা তল্লাশি পার করে বিড়ি এবং দেশলাই নিয়ে কীভাবে ওই যাত্রী বিমানের অন্দরে প্রবেশ করল, সেই নিয়ে উঠছে প্রশ্ন। বিমানবন্দের সিকিউরিটি নিয়েও তৈরি হয়েছে সংশয়।