Rajasthan Royals vs Chennai Super Kings, IPL 2025: চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ১১ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৯ মার্চ দিন হল ডাবলহেডারের। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আরআর বনাম সিএসকে (RR vs CSK)। গুয়াহাটির বর্ষাপারা ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium, Guwahati) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? এই দুই দলের মধ্যে কার ঝুলিতে আসবে জয় এখানে সব জানানো হল। প্রথম ম্যাচে হায়দরাবাদের কাছে হারের পর এই ভেন্যুতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বড় পরাজয়ের পর আজ গুয়াহাটিতে বড় জয় পেতে চাইবে রাজস্থান। একইভাবে চিরপ্রতিদ্বন্দ্বী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ঘরের মাঠে ৫০ রানের পরাজয় ঝেড়ে ফেলে জয়ের ধারায় ফিরতে চাইবে চেন্নাই। কারণ তার আগের ম্যাচে মুম্বইকে সহজেই হারায় তারা। RR vs CSK, IPL 2025 Dream11 Prediction: আজ আরআর বনাম সিএসকের ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৫ ম্যাচের Winning Prediction
Lock in your pick, score some RR merch. Cool? 💗✅ pic.twitter.com/OwVHtTAQyT
— Rajasthan Royals (@rajasthanroyals) March 30, 2025
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৫ ম্যাচের হেড টু হেডঃ
আইপিএলে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যাল। এই ২৯টি ম্যাচের মধ্যে রাজস্থান রয়্যালস জিতেছে ১৩ বার এবং চেন্নাই সুপার কিংস ১৬ বার জিতেছে।
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৫ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ
বার্সাপারা ক্রিকেট স্টেডিয়াম প্রথমে ব্যাট করা দলগুলির পক্ষে। সাম্প্রতিক রেকর্ড বলছে যে এই মাঠে টার্গেট দেওয়া দল বেশী ম্যাচ জিতেছে। স্টেডিয়ামে প্রথম ইনিংসের মোট রান গড়ে ১৭৪ রান, চেস করতে নামা দলের জন্য সেটি প্রায় ১৫৩ রান। তাই টসে জিতে দল প্রথমে বোলিং বেছে সামনের দলকে সহজে আটকে দিতে চাইতে পারে।
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৫ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী
প্রথম ইনিংস: ১৫৫-১৭৫ রান
দ্বিতীয় ইনিংস: ১৩৫-১৫৫ রান
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৫ ম্যাচে আমাদের Winning Prediction
বর্ষাপারা ক্রিকেট স্টেডিয়ামের পারফরম্যান্সের ভিত্তিতে রাজস্থান রয়্যালসের সিএসকের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা বেশী। পাওয়ার প্লেতে আরআর-এর ব্যতিক্রমী ব্যাটিং ফর্ম দলের জন্য বাড়তি সুবিধা যোগ করে। এদিকে সিএসকের অভিজ্ঞ ব্যাটসম্যান তথা অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ভালো করলেও তাদের মিডল অর্ডারে কেউ তেমন ভালো কিছু করতে পারছে না। এছাড়া এই ভেন্যুতে আরআর আগে থেকেই একটা ম্যাচ খেলেছে। সেখানে কেকেআরের কাছে হেরে গেলেও এই ম্যাচ নিশ্চয় সেই ভুল শুধরে নিতে চাইবে যা জয়ের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে।
Google বলছে, আজ চেন্নাই সুপার কিংসের জেতার সম্ভাবনা-৫৩% এবং রাজস্থান রয়্যালসের সম্ভাবনা-৪৭%