
বেঙ্গালুরু, ২৯ মার্চঃ অনলাইন জালিয়াতির (Cyber Fraud) শিকার হয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন বৃদ্ধ দম্পতি। প্রতারক নিজেকে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে দম্পতির কাছ থেকে নয় নয় করে ৫০ লক্ষ টাকা হাতিয়ে দেন। প্রতারকের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়ে আত্মহত্যার (Suicide) পথ বেছে নেন অবসরপ্রাপ্ত বৃদ্ধ দম্পতি।
পুলিশ সূত্রে খবর, বছর ৮৩-র দিয়াঙ্গো নাজারাত গলা কেটে নিজের জীবন শেষ করেছেন। আর তাঁর স্ত্রী বছর ৭৯-র প্লেভিয়ানা নাজারাত বিষ খেয়েছেন। স্বামী-স্ত্রী দুজনেই মহারাষ্ট্র সচিবালয়ের অবসরপ্রাপ্ত কর্মী। জালিয়াতি প্রসঙ্গে পুলিশ জানাচ্ছে, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বৃদ্ধ দম্পতিকে ভিডিয়ো কল করেন প্রতারক। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় জড়িত থাকার মিথ্যা অভিযোগ তোলেন। প্রতারক এও বলেন, দম্পতির মোবাইল নম্বর এবং আইডি-র সঙ্গে অপরাধের প্রমাণ মিলেছে। তবে ফৌজদারি মামলা থেকে নিষ্পত্তির পথও দেখান ওই 'জালি পুলিশকর্মী'। এবং মামলা মুকুব মূল্য বাবদ ৫ লক্ষ টাকা দাবি করেন ভিডিয়ো কলের অপর দিকের ব্যক্তি। মিথ্যা মামলায় ফেঁসে যাওয়ার ভয় পেয়ে ওই প্রতারককে ৫ লক্ষ টাকা দেন বৃদ্ধ।
তবে ৫ লক্ষ টাকা নিয়ে খ্যান্ত হননি প্রতারক। নিঃসন্তান বৃদ্ধ দম্পতিকে হুমকি দিয়ে দিনের পর দিন আরও টাকার দাবি করতে থাকেন প্রতারকের দল। সব মিলিয়ে দম্পতির কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা আদায় করা হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। একটা ভিডিয়ো কল আর সারা জীবনের পুঁজি মুহূর্তে হারিয়ে ফেললেন ওই দম্পতি। বেছে নেন আত্মহত্যার পথ। দম্পতির বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। ঘটনার তদন্ত চলছে।