জেনেভা, ৭ জুলাই: স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করে ভারতে শনাক্ত হল করোনাভাইরাসের (Coronavirus) ওমিক্রনের (Omicron) সাব-ভেরিয়েন্ট বিএ ২.৭৫ (BA 2.75)। গতকাল একথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। হু প্রধান টেড্রস অ্যাডানাম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) বলেন, "বিশ্বব্যাপী কোভিড সংক্রমণ গত দুই সপ্তাহে প্রায় ৩০ শতাংশ বেড়েছে। উপ-অঞ্চলের ছয়টির মধ্যে চারটিতে গত সপ্তাহে নতুন করে সংক্রমণ বেড়েছে। ইউরোপ এবং আমেরিকায় বিএ.৪ এবং বিএ.৫-র ঢেউ চলছে। ভারতের মতো দেশেও বিএ.২.৭৫ নামে নতুন উপরূপ সনাক্ত করা হয়েছে, যা আমরা অনুসরণ করছি।"
সম্ভাব্য ওমিক্রন সাব-ভেরিয়েন্ট বিএ.২.৭৫-র উত্থানের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন যে একটি সাব-ভেরিয়েন্টের আবির্ভাব হয়েছে। এটি প্রথমে ভারত ও পরে ১০টি দেশ থেকে রিপোর্ট করা হয়েছিল।" আরও পড়ুন: Bihar Shocker: ইলেকট্রিক শক দিয়ে যুবককে খুন করল প্রেমিকার বাড়ির লোকজন!
তিনি জানিয়েছিলেন যে এই সাব-ভেরিয়েন্টকে বিশ্লেষণ করা যায়নি। কিন্তু এই সাব-ভেরিয়েন্টের স্পাইক প্রোটিনের রিসেপ্টর-বাইন্ডিং ডোমেনে কয়েকটি মিউটেশন রয়েছে বলে মনে হচ্ছে। সুতরাং স্পষ্টতই, এটি ভাইরাসের একটি মূল অংশ, যা নিজেকে মানব কোষের সঙ্গে সংযুক্ত করে। তাই আমাদের এটি দেখতে হবে। এই সাব-ভেরিয়েন্টের অতিরিক্ত প্রতিরোধ ক্ষমতা ফাঁকি দেওয়ার বৈশিষ্ট্য আছে নাকি এটা প্রকৃতপক্ষেই গুরুতর সংক্রমণ ছড়াবে, আমরা তা এখনই জানি না।
বুধবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ১৮ হাজার ৯৩০ জন। একই দিনে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৫০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৩৫ জন। অ্যাক্টিভ কেস ১ লাখ ১৯ হাজার ৪৫৭টি। পজিটিভিটি রেট ৪.৩২ শতাংশ।