Murder (Photo Credit: File Photo)

পাটনা, ৭ জুলাই: ইলেকট্রিক শক (Electric Shock) দিয়ে এক যুবককে খুন করার অভিযোগ। বিহারের (Bihar) আরারিয়া জেলার (Araria District) রাহারিয়া গ্রামের ঘটনা। মৃতের নাম ছোটু যাদব (২০)। ছোটুর সঙ্গে বরউয়া গ্রামের এক যুবতীর প্রণয়ের সম্পর্ক ছিল। অভিযোগ, প্রেমিকার পরিবারের লোকজনই তাঁকে ইলেকট্রিক শক দিয়ে খুন করে। কারণ পরিবারের সদস্যরা এই সম্পর্কের তীব্র বিরোধী ছিল। বুধবার ছোটুকে বারুয়ায় দেখা করার জন্য ফোন করেছিলেন ওই যুবতী। গ্রামে পৌঁছে ছোটু প্রেমিকার সঙ্গে কথা বলতে শুরু করে। অভিযোগ, আচমকা ওই যুবতীর বাবা ধীরেন্দ্র যাদব, ভাই এবং জামাইবাবু ওখানে চলে আসে। এরপর ছোটুকে ধরে জোর করে একটি ঘরে আটকে রাখে। এরপর ছোটুর উপরে চলে নির্মম অত্যাচার। তাঁকে ইলেকট্রিক শক দেওয়া হয়। যার ফলে ছোটু এক সময় মৃত্যুর কোলে ঢোলে পড়ে।

পুলিশ জানিয়েছে, ছোটুর মৃতদেহ ওই ঘরের মধ্যেই রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে ছোটুর বাবা সহ তাঁর পরিবারের লোকজন ধীরেন্দ্র যাদবের বাড়িতে যায়। পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে বিষয়টি জানতে চাইলে ধীরেন্দ্র যাদব প্রথমে সবকিছু অস্বীকার করে। তবে পুলিশ গ্রামে গিয়ে ধীরেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করলে সে অপরাধ স্বীকার করে। আরও পড়ুন: Python Killed: পাইথন মেরে গ্রামের বন কমিটির অফিসের দরজায় ঝুলিয়ে দেওয়া হল!

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ছোটুকে মৃত্যুর আগে পর্যন্ত শক দিয়েছিল। অভিযুক্তরা অপরাধ স্বীকার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে খুনের মামলা রুজু করেছে পুলিশ।