Python Killed: পাইথন মেরে গ্রামের বন কমিটির অফিসের দরজায় ঝুলিয়ে দেওয়া হল!
Python। Representational Image (Photo-IANS)

দক্ষিণ কন্নড়, ৬ জুলাই: পাইথন (Python) মেরে গ্রামের বন কমিটির অফিসের (Forest Village Committee Office) দরজায় ঝুলিয়ে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার পুত্তুরের কাছে কোলটি গ্রামে। পাইথন মারার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ধনঞ্জয়া (৩৮) ও জয়া (৩৮)। বন আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিরা তাদের বাড়ির কাছে পাইথনটিকে ধরে এবং মেরে ফেলে। পরে তারা মৃত পাইথনটিকে গ্রামের বন কমিটির অফিসের দরজায় ঝুলিয়ে রাখে।

ঘটনাটি জানাজানি হলে পুট্টুর বন বিভাগ এই বিষয়ে অভিযোগ দায়ের করে। তদন্ত শেষে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। আদালতে হাজির করা হলে ধৃতদের ১৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। আরও পড়ুন: Smoke In Raipur-Indore IndiGo Flight: এবার ইন্দোর বিমানবন্দরে অবতরণের পর ইন্ডিগোর বিমানে ধোঁয়া

বন কর্মকর্তারা বলেছেন যে পাইথন হত্যা জামিন অযোগ্য অপরাধ।