Smoke In Raipur-Indore IndiGo Flight: এবার ইন্দোর বিমানবন্দরে অবতরণের পর ইন্ডিগোর বিমানে ধোঁয়া
IndiGo. (Photo Credits: Wikimedia Commons)

নতুন দিল্লি, ৬ জুলাই: এবার অবতরণের পর ইন্ডিগোর বিমানে ধোঁয়া (Smoke)। রায়পুর-ইন্দোর ইন্ডিগোর বিমানটি (Raipur-Indore IndiGo Flight) বিমানবন্দরে অবতরণ করার পর বিমান কর্মীরা কেবিন থেকে ধোঁয়া বের হতে দেখেন। গতকাল এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (Directorate General of Civil Aviation)। গত কয়েকদিন ধরেই স্পাইসজেট, ইন্ডিগো, ভিস্তারা-সহ কয়েকটি বিমান সংস্থার বিমানে নানা যান্ত্রিক গোলযোগ হচ্ছে। কখনও কখনও বিমানকে জরুরি অবতরণ করানো হচ্ছে।

গতকালই ব্যাঙ্কক থেকে দিল্লিগামী ভিস্তারার ইউকে-১২২ বিমান দিল্লি বিমানবন্দরের রানওয়েতে একটি ইঞ্জিন বন্ধ অবস্থাতেই অবতরণ করে। তারপর ট্যাক্সি বে থেকে বিমানটিকে আনা হয় পার্কিংয়ের জায়গায়। সেই সময় দ্বিতীয় ইঞ্জিনও বন্ধ করে রাখা হয়। আরও পড়ুন: Covid-19 Vaccine: কোভিড সতর্কতামূলক টিকায় দুটি ডোজের মধ্যে ব্যবধান ৯ মাস থেকে কমিয়ে ৬ মাস

বুধবারই ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেটকে তাদের বিমানে বারবার গোলযোগের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।