Iran-Israel Conflict: ইজরায়েল-ইরানের যুদ্ধমুখী পরিস্থিতি, ৩০ এপ্রিল পর্যন্ত তেল আভিভে বিমান চলাচল বাতিল এয়ার ইন্ডিয়ার
প্রতীকী ছবি (Photo Credits Wikimedia Commons)

ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধমুখী পরিস্থিতির জেরে তেল অভিভগামী সমস্ত বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া (Air India)। গত শনিবার ইজরায়েলি ভূখণ্ডে ইরান সেনাবাহিনীর কয়েকশো ড্রোন হামলার পালটা এক সপ্তাহের মধ্যে শুক্রবার ইরানের (Iran) মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আইডিএফ (IDF)। ইজরায়েল-ইরান দুই দলের মধ্যে চলা যুদ্ধ পরিস্থিতির মাঝে ভারত থেকে ইজরায়েলের অন্যতম শহর তেল আভিভের মধ্যে বিমান চলাচল বাতিল করেছে এয়ার ইন্ডিয়া (Air India)। টাটা গ্রুপের নিয়ন্ত্রাধীন  বিমান সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত এয়ার ইন্ডিয়া-র কোন বিমান তেল আভিভের উদ্দেশ্যে রওনা দেবে না এবং সেখান থেকে কোন বিমান ভারতে আসবে না। যাত্রী সুরক্ষার কথা ভাবনা চিন্তা করেই শুক্রবার ইরানে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পরেই সেই সিদ্ধান্তের কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া (Air India)।

এর আগে গত বছর ৭ অক্টোবর হামাস আক্রমণের পরেও ইজরায়েলের তেল আভিভে (Tel Aviv) উড়ান বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল এয়ার ইন্ডিয়া। প্রায় পাঁচ মাস দু দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ থাকার পর মার্চ মাস থেকে ফের উড়ান চালু করেছিল এয়ার ইন্ডিয়া। ইজরায়েল ঘিরে আবারও একই সিদ্ধান্ত নিয়েছে টাটা গ্রুপের বিমান সংস্থা।

গত শনিবার ইরানের করা হামলার জবাবে আজ শুক্রবার ভোরে আকাশপথে পালটা ক্ষেপণাস্ত্র হামলা চালায় বেঞ্জামিন নেতানিয়াহু দেশ। ইরান সরকার ইজরায়েল ড্রোন হামলার খবরে স্বীকৃতি দিয়ে জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি ইরান। তাঁদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইজরায়েলের তিনটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।