নয়া দিল্লি, ৪ এপ্রিলঃ অরুণাচল প্রদেশের (ARUNACHAL PRADESH) ১১ টি জায়গার নতুন নামকরণ করে তা দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করছে চিন। এমনকি চিন (China) নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে অরুণাচল প্রদেশের বেশ কিছু অংশ নিজেদের বলে জানাচ্ছে তারা।
চিনের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, রবিবার চিনের অসামরিক প্রতিরক্ষা মন্ত্রক আনুষ্ঠানিক ভাবে অরুণাচল প্রদেশের ১১ টি জায়গার নাম পরিবর্তন করেছে। যার মধ্যে রয়েছে দুটি বিস্তীর্ণ ভূমি এলাকা, দুটি আবাসিক এলাকা, দুটি নদী এবং পাঁচটি পর্বতশৃঙ্গ। চিনা দ্বারা অরুণাচল প্রদেশের ১১ টি স্থান দখলের বিষয়ে মঙ্গলবার প্রতিক্রিয়া জানাল ভারত (India)।
চিনের দক্ষিণ তিব্বত দাবি নাকচ ভারতের...
This is not first time China has made such an attempt. We reject this outright. Arunachal Pradesh an integral, inalienable part of India. Attempts to assign invented names will not alter this reality: MEA on renaming of places in Arunachal Pradesh by China pic.twitter.com/HjsfGDkYLG
— ANI (@ANI) April 4, 2023
চিনের সিদ্ধান্তকে একেবারে নাকচ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের (Ministry of External Affairs) তরফে একটি বিবৃতি ঘোষণা করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি (Foreign Ministry spokesperson Arindam Bagchi) বিবৃতিতে উল্লেখ করেছেন, এই প্রথম চিন এমন চেষ্টা করছে তা নয়। চিনের (China) এই সিদ্ধান্ত আমরা সরাসরি প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। নাম পরিবর্তনের ব্যর্থ চেষ্টা করে বাস্তবকে বদলানো যাবে না'।