আরজি কর কাণ্ড একটি বিরলতম ঘটনা। আর সেই কারণে আদালতে সঞ্জয় রায়ের মতো দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করল সিবিআই (CBI)। শুক্রবার আরজি করে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলার শুনানি ছিল। আর সেই মামলায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে যে অভিযোগগুলি উঠেছিল সেগুলি আবারও বিচারককে শোনানো হয়। আর তারপরেই সিবিআইয়ের তরফ থেকে সঞ্জয়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়। ফলে এর থেকে পরিস্কার যে এই মামলায় অভিযুক্ত সিভিক পুলিশই মুল অভিযুক্ত।
অগাস্ট মাসে হওয়া এই খুনের ঘটনায় বিচার প্রক্রিয়া এখন প্রায় শেষের দিকে। এই মামলায় এখনও পর্যন্ত সিবিআইয়ের পক্ষে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের বক্তব্যও আদালতে পেশ করা হয়েছিল। নির্যাতিতার শরীর থেকে যে নমুনা পাওয়া গিয়েছিল অর্থাৎ লালারস, সেটি সঞ্জয়েরই ছিল। এছাড়া ঘটনার দিন সঞ্জয় যে জামাকাপড় বা জুতো পড়েছিল, সেখান থেকেও নির্যাতিতার রক্তের নমুনা পাওয়া যায়। ডিএনএ রিপোর্টেও তার প্রমাণ মিলেছে। আগামী ৪ জানুয়ারি আবার অভিযুক্তের আর্গুমেন্ট পেশ হবে।
প্রসঙ্গত, ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের একটি সেমিনার রুম থেকে উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের রক্তাক্ত দেহ। সেই ঘটনা নিয়ে বিগত কয়েকমাস ধরে তোলপাড় হয় গোটা রাজ্য। এই অভিযোগে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার এক পুলিশ আধিকারিককেও গ্রেফতার করা হয়েছিল। পরে অবশ্য এই মামলা থেকে অব্যাহতি পান তাঁরা। তবে হাসপাতালে দুর্নীতি মামলায় এখনও জেলে রয়েছেন সন্দীপ।