প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বর্তমানে সাইবার অপরাধের (Cyber Crime) শিকার হচ্ছেন বহু মানুষ। আর খোয়া যাচ্ছে তাঁদের টাকা। এবার থেকে পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি জানানো হবে অনলাইন পোর্টালে। শনিবার লালাবাজারের (Lalbazar) পক্ষ থেকে এমনই নির্দেশিকা এসেছে। মূলত, খোয়া যাওয়া টাকা যাতে তাড়াতাড়ি মেলে সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ফলে এবার থেকে থানায় বা সাইবার থানায় গিয়ে পুলিশে লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি কেন্দ্রের এনসিআরপি (NCRP) পোর্টালে জানাতে হবে এই অভিযোগ।

কীভাবে অভিযোগ জানাবেন?

লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের ওয়েবসাইটে থাকবে এনসিআরপি-র লিঙ্ক। সেই লিঙ্কের মাধ্যমে অভিযোগকারী কেন্দ্রের পোর্টালে অভিযোগ জানাবে। এমনকী অভিযোগকারী যাতে পোর্টালে অভিযোগ জানাতে গিয়ে কোনও সমস্যায় না পড়ে তারজন্য সাহায্য করবে পুলিশ আধিকারিকরাও। আসলে অনেকক্ষেত্রেই দেখা যায় যে সাইবার প্রতারণা শিকার হয়ে অভিযোগকারী অভিযোগ জানানোর পরেও টাকা ফেরত পান না। এই পোর্টালে অভিযোগ জানালে সেই টাকা দ্রুত মিলতে পারে বলে আশা করা যাচ্ছে।

নথি দিতে হবে পোর্টালে

অনলাইনে অভিযোগ জানানোর সঙ্গে যদি প্রতারিত হওয়ার কোনও তথ্য প্রমাণ থাকে সেটির লিঙ্ক বা স্ক্রিনশটও দিতে হবে। সেই সঙ্গে যিনি অভিযোগ করছেন তাঁর পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক। পরবর্তীকালে এই সংক্রান্ত বিষয়ে যাতে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায় সেইজন্য পরিচয়পত্র দিতে হবে।