নাগপুর, ৬ জানুয়ারিঃ বার্ড ফ্লু-এর (Bird Flu) কামড়ে মহারাষ্ট্রের (Maharashtra) নাগপুরে (Nagpur) এক রেসকিউ সেন্টারে মৃত্যু হল তিন বাঘ সহ এক চিতার। ডিসেম্বরের একেবারে শেষলগ্নে নাগপুরের কাছে গোরেওয়াদা রেসকিউ সেন্টারে প্যাথোজেনিক এভিয়ান ফ্লু H5N1 ভাইরাসে মৃত্যু হয়েছে তিনটি বাঘ এবং একটি তরুণ চিতাবাঘের।
মৃতদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে ভোপালের ICAR-ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজেস-এ পাঠানো হয়েছিল৷ নমুনা পরীক্ষার পর দেখা যায় H5N1 বার্ড ফ্লু প্রাণ কেড়েছে চার জীবের।
নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর থেকেই আতঙ্ক ছড়ায় গোরেওয়াদা রেসকিউ সেন্টারে। এরপরেই তৎপরতার সঙ্গে ওই উদ্ধার কেন্দ্রে থাকা ২৬টি চিতাবাঘ এবং ১২টি বাঘের নমুনা পরীক্ষা করা হয়। প্রত্যেকের রিপোর্টই নেতিবাচক এসেছে। সুস্থ রয়েছে সকলেই। তবে ওই তিন বাঘ এবং এক চিতার দেহে বার্ড ফ্লুর উৎস কী সেই তদন্ত শুরু করেছে রেসকিউ সেন্টার কর্তৃপক্ষ।
এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, বন্য মাংসাশী প্রাণীদের মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ সাধারণত সংক্রামিত শিকার বা কাঁচা মাংস খাওয়ার ফলেই ছড়ায়। তেমনই কোন উৎস থেকে মৃত তিন বাঘ এবং এক চিতার দেহে বার্ড ফ্লুর সংক্রমণ ছড়িয়েছে বলেই অনুমান করছে বন্যপ্রানী স্বাস্থ্য বিশেষজ্ঞরা।