নয়াদিল্লিঃ গুজরাটে(Gujarat) ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর(Indian Coast Guard ) হেলিকপ্টার। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত আরও ২। জানা গিয়েছে, রবিবার সকালে গুজরাটের পোরবন্দরে কোস্ট গার্ড এয়ারপোর্টে ভেঙে পড়ে ওই বিমানটি। হেলিকপ্টার ভেঙে পড়ার পর ভয়াবহ আগুনের দৃশ্যটি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমাবনটি 'অ্যাডভান্সড লাইট' জাতীয় হেলিকপ্টার ছিল। প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে ALH-ধ্রুব নামে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টারটি।সূত্রের খবর, এই ঘটনায় প্রথমে এক ব্যক্তি হেলিকপ্টার থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম হন অপর দুই আরোহী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁদেরও মৃত্যু হয়। যদিও কোস্ট গার্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশিত হয়নি।
বছরের শুরুতেই ভয়ঙ্কর দুর্ঘটনা
প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনা এই বিশেষ হেলিকপ্টার ব্যবহার করে। মোট ৩২৫টি এএলএইচ ধ্রুব কপ্টার রয়েছে। দুই বছর আগে এএলএইচ ধ্রুব কপ্টারে একাধিক খামতি ধরা পড়েছিল। অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে সেনা ও বায়ুসেনা। সেই সময়ই এই হেলিকপ্টারের ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছিল। পরে এই নিয়ে পুনর্মূল্যায়নও করা হয়। এরপর সেফটি অডিটের পর ফের কপ্টার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু আজ কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খিতিয়ে দেখাআ হ
গুজরাটের ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৩
🔴 #BREAKING | #Watch: An Advanced Light Helicopter (ALH) of the Indian Coast Guard crashed in Gujarat's Porbandar, killing three people, as per sourceshttps://t.co/kxUCotX7hc pic.twitter.com/pnB10Trock
— NDTV (@ndtv) January 5, 2025