গভীর রাতে ভয়ঙ্কর দৃশ্য দেখল হাওড়া স্টেশনে (Howrah Station) আসা যাত্রী ও কর্মীরা। এক মানসিক ভারসাম্যহীন যুবক হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেসের মাথায় উঠে পড়ে। আর তারপর একটি তারের সংস্পর্শে আসতেই আগুনে জ্বলে যায় তাঁর দেহ। শনিবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটে ১৮ নম্বর প্লাটফর্মে। তড়িঘড়ি ওই ট্রেনের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে নীচে নামায় রেলকর্মীরা। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাঁর মৃত্যু হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া স্টেশন চত্বরে।
কীভাবে ট্রেনের ওপরে উঠল যুবক?
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন প্লাটফর্ম চত্বরেই ঘোরাঘুরি করছিল ওই যুবক। ঝাড়খণ্ডের ওই বাসিন্দা আচমকাই ওই ট্রেনের ইঞ্জিনে উঠে পড়ে। তাঁকে নামার জন্য যাত্রীরা বললেও সে নামে না। শেষমেশ আরপিএফ ও রেলকর্মীরা এসে তাঁকে নামার চেষ্টা করে। এদিকে ততক্ষণে ২৫ হাজার ভোল্টের তারের সংস্পর্শে এসে তাঁর শরীরে আগুন লেগে যায়। কোনরকমে তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়।
অগ্নিদ্বগ্ধ যুবকের শারীরিক পরিস্থিতি
যুবকটিকে প্রথমে হাওড়া হাসপাতালে ভর্তি করানো হলেও পরবর্তীকালে তাঁর শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় তাঁকে দুর্গাপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও যুবকের শারীরিক পরিস্থিতি এখনও ঠিক হয়নি। ঘটনার তদন্ত জারি রয়েছে।