শীতের সকালে রেসকোর্স (Race Course) এলাকায় রাস্তার ধার থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। শনিবার সকালে প্রথমে পথচলতি মানুষরাই দেহটি দেখতে পায়। তাঁরাই খবর দেয় পুলিশে (Kolkata Police)। পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে মৃত যুবকের নাম সামশাদ। সে ওই রেসকোর্সেই অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। সম্প্রতি আর্থিক সমস্যায় ভুগছিলেন। তবে এটা আত্মহত্যা নাকি খুন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট আসলেই বোঝা যাবে তাঁর মৃত্যুর আসল কারণ।
দেহ উদ্ধারের পর বাড়ছে রহস্য
পুলিশসূত্রে খবর, রাস্তার ধারে একটি টিনের শেডে আধঝোলা অবস্থায় ঝুলছিল ওই সামশাদের দেহ। যদিও যে জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানে আত্মহত্যা করা অসম্ভব বলে মনে করছেন অনেকে। আর রাস্তার ধারে এই ঘটনা কেউ ঘটালে কারোর নজরে বিষয়টি পড়তই। যদিও দেহে এমন কোন চিহ্ন নেই যে তা দেখে খুনের তত্ত্ব উঠে আসবে। তবে শ্বাসরোধ বা বিষক্রিয়ার মাধ্যমেও খুন করা হতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।
পুলিশি পদক্ষেপ
গোটা ঘটনা নিয়ে চাপা উত্তেজনা ছড়িয়েছে রেসকোর্স এলাকায়। যদিও পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সেই সঙ্গে ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা শুরু করেছে পুলিশ।