OYO (Photo Credits: Wikimedia Commons)

অবিবাহিত যুগলের জন্যে এবার থেকে বন্ধ ওয়োর (OYO) দরজা। নতুন বছরে নতুন নির্দেশিকা জারি করেছে জনপ্রিয় হোটেল বুকিং প্ল্যাটফর্ম ওয়ো। সংস্থা সম্প্রতি তার অংশীদার হোটেলগুলির জন্য এই নতুন চেক-ইন নীতি চালু করেছে। যেখানে বলা হয়েছে, অবিবাহিত যুগলকে হোটেলে চেল-ইন করার অনুমতি দেওয়া হবে না।

উত্তরপ্রদেশের মিরাটে ইতিমধ্যেই কর্যকর করা হয়েছে ওয়োর এই নতুন নির্দেশিকা। নতুন বছর থেকে ধীরে ধীরে বিভিন্ন শহরে ওয়োর অংশীদার হোটেলগুলোতে এই নতুন নিয়ম প্রসারিত হবে। নয়া নির্দেশিকায় উল্লেখ, অনলাইনে ওয়ো মারফত হোটেল রিজার্ভেশন হোক কিংবা হোটেলে গিয়ে বুকিং- দুই ক্ষেত্রেই যুগলের সম্পর্কের বৈধ প্রমাণ বা নথি প্রদান করতে হবে।

মিরাটে অবিবাহিত দম্পতিদের হোটেলে রুম দেওয়া নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে ওয়োর অংশীদার হোটেলগুলোকে। বসতি এলাকায় গড়ে ওঠা হোটেলগুলোতে অবাধে অবিবাহিত যুগলের আনাগোনা ভালো চোখে দেখে না বহু মানুষ। মিরাটে এই সমস্যাটি সমাধানের জন্য দীর্ঘদিন ধরেই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল সমাজেরর এক শ্রেনীর মানুষ। অবশেষ নড়েচড়ে বসল ওয়ো। অবিবাহিত যুগলের জন্যে অংশীদার হোটেলগুলো দরজা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই নতুন নির্দেশিকা প্রসঙ্গে OYO উত্তর ভারতের অঞ্চল প্রধান পাওয়াস শর্মা জানান, আগামীদিনে পরিবার নিয়ে কিংবা একক ভ্রমণকারীদের নিরাপদ ভ্রমণের অভিজ্ঞতা প্রদানের জন্যে এই উদ্যোগ গৃহীত হয়েছে। যার লক্ষ্য হল, গ্রাহকের আস্থা এবং বিশ্বস্ততা বৃদ্ধি করা। যার ফলে গ্রাহকরা আরও বেশি দিন ওয়োর অংশীদার হোটেলগুলোতে থাকতে চাইবে এবং বুকিং পুনরাবৃত্তি করবে।