Death, Representational Image (Photo Credit: File Photo)

Married Couple Dead Body Found At Sonarpur: ভাড়া বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরেই বচসা। আর সেই ঝামেলার মধ্যেই স্ত্রীর গলা কেটে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। শনিবার সকালে সোনারপুর (Sonarpur) মথুরাপুরে একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় দম্পতির মৃতদেহ। ঘটনাস্থল থেকে এক পুত্রসন্তানকেও উদ্ধার করা হয়। যদিও সে সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলেই খবর। তবে গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা। ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিশ (Sonarpur Police) এসে ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও কেন এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

মর্মান্তিক মৃত্যুর কারণ

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন কয়েকমাস আগেই মথুরাপুরের এই বাড়িতে ভাড়া নিয়ে এসেছিলেন শশধর হালদার, পায়েল হালদার। সঙ্গে ছিল তাঁদের আড়াই বছরের ছেলে। পৈতৃক বাড়ি ছেড়ে ভাড়াবাড়িতে আসা নিয়ে হামেশাই শশধরের সঙ্গে ঝামেলা লাগত পায়েলের। এলাকাবাসীদের দাবি, সেই কারণেই এদিন স্ত্রীকে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে শশধর। পুলিশসূত্রে খবর, প্রাথমিকভাবে মনে হচ্ছে ফল কাটার ছুরি দিয়ে গলার নলিকে পায়েলকে হত্যা করেছে অভিযুক্ত স্বামী।

পুলিশি পদক্ষেপ

এদিন সকাল থেকেই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল এলাকাবাসী। তাঁরাই দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে এই কাণ্ড। এরপর তাঁরাই সোনারপুর থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও খুন ও আত্মহত্যার আসল কারণ তদন্ত করেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।