নয়া দিল্লি, ৫ জানুয়ারিঃ শনিবারের পর রবিবারও দিল্লির আকাশ কুয়াশায় ঢাকা। দৃশ্যমানতা এতই কম যে জাতীয় রাজধানীতে বিমান ওঠানামা ব্যাহত হচ্ছে। রবিবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে জাতীয় রাজধানীর বিস্তীর্ণ এলাকা। সেই সঙ্গে রয়েছে মেঘলা আকাশ। ঘন কুয়াশার কারণে আকাশের দৃশ্যমানতা কম থাকায় গত তিন দিন ধরে দিল্লিতে বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়ছে। বেগতিক আবহাওয়ার জেরে আজ রবিবার, ৫ জানুয়ারি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্ততপক্ষে ১৫টি উড়ান বাতিল করতে হয়েছে। এছাড়াও প্রায় ১৮০টি বিমানের যাত্রা পিছিয়ে দিতে হয়েছে।
সকাল থেকে ঘন কুয়াশা ঢেকেছে দিল্লির আকাশ। আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত আকাশের দৃশ্যমানতার শূন্যে নেমে গিয়েছিল। ৮টার পর থেকে দৃশ্যমানতা কিছুটা বেড়েছে। ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার জেরে জাতীয় রাজধানীতে বিমান চলাচল উল্লেখযোগ্য ভাবে ব্যাহত হচ্ছে গত কয়েকদিন ধরেই। তবে কেবল বিমানযাত্রাই নয় ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটাচ্ছে প্রতিকূল আবহাওয়া। এদিন সকাল থেকে ৬০টিরও বেশি ট্রেন দেরিতে যাওয়া-আসা করেছে।
শনিবার, ৪ জানুয়ারি নয়-ঘণ্টা শূন্য দৃশ্যমানতার সাক্ষী ছিল দিল্লিবাসী। নতুন বছরের শুরুতেই জোর ধাক্কা খেয়েছে জাতীয় রাজধানীর আবহাওয়া। এদিন ১৯টি বিমানের গতিপথ ঘুরিয়ে দিতে হয়েছিল। বহু বিমান বাতিল করতে হয়েছিল।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় দিল্লির সফদরজং এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা নামবে ৭.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি।