নতুন বছরের প্রথম সপ্তাহতেই শীতের ঝোড়ো ইনিংস চলছে কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলগুলিতে। কনকনে ঠাণ্ডা হাওয়ায় জাকিয়ে শীত পড়েছে শহরের বিভিন্ন প্রান্তে। আর সেই সঙ্গে কুয়াশার চাদরে ঢেকেছে মহানগরের বিভিন্ন প্রান্ত। আগামী রবিবার পর্যন্ত এরকমই কুয়াশা দেখা যাবে বিভিন্ন এলাকায়। যার ফরে দৃশ্যমানতা ২০০ নীচে নেমেছে অনেক জায়গায়। শনিবার সন্ধ্যায় সায়েন্স সিটি মোড় (Science City More) ও ইএম বাইপাস (EM Bypass) এলাকায় কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই নীচে নেমে গিয়েছিল। যার ফলে গাড়ি ও বাইক চালকরা সতর্ক হয়ে গাড়ি চালাচ্ছিলেন। আবহওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন কুয়াশার কারণে এরকমই দৃশ্যমানতা থাকবে।

রাজ্যের আবহাওয়া

আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী রবিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় কুয়াশার পরিমাণ অনেকটাই বাড়বে। শুষ্ক আবহাওয়াই থাকবে। তবে আগামী সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া কিছুটা হলেও বাধা পাবে। আর পুবালী হাওয়ার দাপট বাড়বে। মঙ্গলবার থেকে কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চল ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ দেখা যেতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দার্জিলিংয়ে আপাতত শুষ্ক আবহাওয়ার সঙ্গে হালকা তুষারপাত হলেও মঙ্গলবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার রাত থেকে বুধবার পর্যন্ত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

দেখুন ভিডিয়ো

তাপমাত্রা

শহরে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৬ থেকে ৯৯ শতাংশ। কুয়াশার কারণে দৃশ্যমানতা ছিল ২০০-এর নীচে।