Eyewitness in Pahalgam Terror Attack (Photo Credits: X)

আটারি, পঞ্জাব: দিন চারেক আগে পাকিস্তানী স্বামীকে নিয়ে তার বাড়ি জয়পুরে বাবা-মায়ের শরীর খারাপের খবর পেয়ে এসেছিলেন এক মুসলিম মহিলা। কিন্তু তার মাঝেই জম্মু-কাশ্মীরের পহেলগাওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটে যায়। এরপরই ভারতে আসা সব পাকিস্তানের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। এই নির্দেশের পর তড়িঘড়ি দেশে ফিরে যাচ্ছেন সেই মহিলা।

পাকিস্তানে ফেরার আগে বার্তা

ভারত ছেড়ে যাওয়ার আগে আক্ষেপের সুরে ওই মহিলা বললেন, "আমরা যখন ভারতে নামি, তখনও জানতাম না এত বড় ঘটনা ঘটে গিয়েছি। সেটা হল না। ভেবেছিলাম এবার কটা দিন নিজের দেশের থেকে যাব। চারদিনের মাথায় ফিরতে হচ্ছে। আমার মনে হয় যারা অপরাধ করেছে, হত্যালীলা চালিয়েছে তাদেরই ধরা উচিত। আমরা কোনও অপরাধ করিনি। সাধারণ মানুষদের তাহলে কেন শাস্তি পেতে হবে। আমার বাবা-মা এখনও কাঁদছে। ওদের চোখে জল দেখেই আমায় পাকিস্তানে শ্বশুরবাড়িতে চলে যেতে হচ্ছে। "

দেখুন কী বলছেন পাকিস্তান থেকে আসা সেই মহিলা

পহেলগাও হামলা নিয়ে

কাশ্মীরে যা হয়েছে তা বড় অন্য়ায়। তা সে যেই করুক। ইসলাম কখনও সন্ত্রাস, খুনের শিক্ষা দেয় না। যারা এটা করেছে তারা কোরান পড়েনি। ওরা জানে না ইসলাম আসলে কি।"