Representational Image (Photo Credits: Pixabay)

মুম্বই, ২৫ এপ্রিলঃ বহুতল আবাসনের ব্যালকিন থেকে নীচে পড়ে মৃত্যু হল সাত মাসের এক শিশুর। মুম্বইয়ের (Mumbai) ভিরার পশ্চিমের ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। একরত্তি প্রাণোচ্ছল শিশুটি যে আর নেই যেন বিশ্বাসই করতে পারছেন না আবাসিকরা।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। মৃত শিশুটির নাম দৃশান্ত সাদানে। তার বাবা ভিকি সাদানে, পেশায় হিসাবরক্ষকের কাজ করতেন। এবং পূজা সাদানে একজন গৃহিণী। ভিরার পশ্চিমের জয়ভিল আবাসিক কমপ্লেক্সের পিনাকল বিল্ডিংয়ে ওই পরিবারের বাস। দৃশান্ত ওই দম্পতির একমাত্র সন্তান। আবাসনের ২১ তলায় ছিল ভিকি-পূজার ফ্ল্যাট। মায়ের কোল থেকেই পড়ে গিয়েছিল শিশুটি। ২১ তলার ব্যালকনি থেকে নীচে পড়ে বেঘোরে প্রাণ হারিয়েছে শিশুপুত্র। দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।

বুধবার দুপুর ৩টে ১০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মায়ের সঙ্গে শোয়ার ঘরেই ছিল শিশুটি। এয়ার কন্ডিশনার চালানোর জন্যে ঘরের দরজা জানলা বন্ধ করছিলেন পূজা। ব্যালকনির জানলা বন্ধ করতে গিয়ে মায়ের কোল থেকে একরত্তি দৃশান্ত সোজা নীচে পড়ে যায়। উপর থেকে সজোরে কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে আসেন আবাসনের নিরাপত্তারক্ষীরা। তড়তড়িয়ে নেমে আসেন পূজা। কিন্তু ততক্ষণে সব শেষ।

তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানাচ্ছেন, ব্যালকনির নিরাপত্তা কাচ বেশ নিচুতে। মেঝে থেকে প্রায় আড়াই থেকে তিন ফুট উচ্চতার। পূজা প্রায় পাঁচ ফুট লম্বা। ছেলেকে কোলে নিয়ে ব্যালকনির জানলা বন্ধ করতে গিয়েছিলেন তিনি। সেই সময়ে মেঝে ভেজা থাকায় কোনভাবে ভারসাম্য হারিয়ে পূজার কোল থেকে সাত মাসের দৃশান্ত একুশ তলা থেকে নীচে পড়ে যায়। আবাসনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। অস্বাভাবিক কিছু মেলেনি বলেই দাবি পুলিশের।