অসহ্য গরমে হাঁসফাঁস করছে মহানগরী কলকাতা, দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই অসহ্য গরম। আপাতত এই গরম থেকে রেহাই মিলবে না। ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। আগামী ২৪ ঘণ্টাতেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। এই চার জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। তাপপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরেও । আগামীকাল শনিবারও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে । উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ বাড়তে চলেছে সেখানেও । ২৬ এপ্রিল শনিবারের আগে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই ।
২৬ এপ্রিল অবধি বদলাবে না তাপপ্রবাহঃ
Heat Wave condition likely over some districts of West Bengal upto 26th April, 2025 and thereafter Thunderstorm activity over the districts of West Bengal. pic.twitter.com/1uBZTU2qM4
— IMD Kolkata (@ImdKolkata) April 24, 2025
আজ শুক্রবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে । আর্দ্র উষ্ণ গরমের পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তাপপ্রবাহ শেষ হলেই দেখা মিলতে পারে স্বস্তির বৃষ্টির। শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি।