উত্তর প্রদেশের বাহরাইচে ভয়াবহ আগুন লাগল একটি রাইস মিলে। শুক্রবার বাহরাইচের রাজগড়িয়া রাইস মিলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও আহত হয়েছেন ৩ জন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। ঘটনাটি ঘটেছে দরগাহ থানা এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে দমকল অফিসার বিশাল গণ্ড বলেন, " রাজগড়িয়া ফুডসে আগুন লাগার খবর পেয়ে দু'টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখা যায় ড্রায়ার থেকে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার কারণ পরীক্ষা করার জন্য ৮ জন উপরে উঠেছিলেন। ধোঁয়ার কারণে তাঁরা অজ্ঞান হয়ে পড়েছিলেন। দমকল বাহিনী তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁদের মধ্যে ৫ জন মারা গিয়েছেন এবং তিনজন চিকিৎসাধীন রয়েছেন।"
উত্তর প্রদেশের বাহরাইচের রাইস মিলে ভয়াবহ আগুন
Uttar Pradesh: A fire broke out at Rajgarhia Rice Mill in Bahraich, leading to the death of 5 workers due to smoke inhalation. Three others are critically injured and hospitalized. The incident occurred in the Dargah Police Station area pic.twitter.com/xOGWvumjZ3
— IANS (@ians_india) April 25, 2025
স্থানীয় হাসপাতালের চিকিৎসক এম. এম. ত্রিপাঠী বলেছেন, "৮ জনকে নিয়ে আসা হয়েছিল, যাদের মধ্যে ৫ জন মারা গিয়েছেন এবং ৩ জন আহত হয়েছেন, যাদের চিকিৎসা চলছে। তিনজনের অবস্থা স্থিতিশীল"। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাহরাইচে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।