BCCI on IND vs PAK: পহেলগাঁওয়ে মর্মান্তিক হামলার (Pahalgam Terror Attack) পর বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টগুলিতে ভারত ও পাকিস্তানকে আলাদা করার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে নানা রিপোর্ট এখন সামনে এসেছে। তবে আদেও এইরকম হবে কিনা সেই নিয়ে কিছুটা সংশয় রয়েছে। বিসিসিআই আইসিসিকে চিঠি লিখে ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে না রাখার অনুরোধ জানালেও বাস্তব চিত্র ভিন্ন। আসলে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla) স্পষ্ট করে দিয়েছেন, ভারত সরকারের নির্দেশ মেনেই কাজ করবে বোর্ড। তবে ক্রিকবাজকে বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন, তারা আইসিসির কাছে এ ধরনের কোনো অনুরোধ এখনও করেননি। দেশে বাড়তে থাকা জনগণের আক্রোশের কথা বুঝে বিসিসিআই সমবেদনা জানালেও আইসিসিকে এখনও অফিসিয়ালভাবে কোনও ইমেল পাঠানো হয়নি। শীঘ্রই এই ব্যবস্থা করা হবে বলে আশা করা হচ্ছে PSL Live Streaming Suspended: ফ্যানকোডের বড় সিদ্ধান্ত! ভারতে বন্ধ পিএসএল ২০২৫ এর লাইভ স্ট্রিমিং
আইসিসি ইভেন্টে আলাদা আলাদা গ্রুপে খেলবে ভারত এবং পাকিস্তান?
🚨 BCCI Bycotts Pakistan 🚨
- There's speculation that the BCCI has written a letter to the ICC to not club India and Pakistan in the same group at the ICC events. Asia cup decision put on hold 🚨
Source (Cricbuzz).
.
. #BCCI #icc #INDvsPAK #bycotts #pakistaniteam… pic.twitter.com/9BEOXztAe2
— Cricket Gyan (@cricketgyann) April 25, 2025
কি হবে ভারতে আয়োজিত মহিলা ওয়ানডে বিশ্বকাপে?
আইসিসির পরবর্তী বড় ইভেন্ট হল মহিলা ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ (Women’s ODI World Cup 2025)। এই ইভেন্ট ভারত সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে আয়োজন করা হবে। তবে এই টুর্নামেন্টে রাউন্ড-রবিন ফর্ম্যাট ব্যবহার করা হবে যার অর্থ কোনও নির্দিষ্ট গ্রুপের ব্যাপার নেই। তাই ভারত-পাকিস্তানের গ্রুপের ইস্যুটি এই টুর্নামেন্টে অপ্রাসঙ্গিক হয়ে যায়। পাকিস্তান ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে এবং বিসিসিআইকে তাদের ম্যাচের জন্য একটি নিরপেক্ষ ভেন্যু ঠিক করতে হবে।
কি হবে ভারতে আয়োজিত এশিয়া কাপের?
মহিলাদের বিশ্বকাপ শুরু হওয়ার আগে আয়োজিত হবে পুরুষদের এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)। বিসিসিআই এই ইভেন্টের আয়োজক হলেও এশিয়া কাপ ২০২৩-এর মতো টুর্নামেন্টটি একটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে। এশিয়া কাপের মিডিয়া রাইটস ডিলটি ১৭০ মিলিয়ন ডলারের যা কিছুটা হলেও ভারত-পাকিস্তান ম্যাচের উপর ভিত্তি করে বানানো। যেহেতু এশিয়া কাপে দল কম তাই নজর থাকে ভারত বনাম পাকিস্তানের ম্যাচেই। যেখানে প্রতি সংস্করণে কমপক্ষে দুটি ম্যাচের সম্ভাবনা পাকা। গত আসরে হাইব্রিড মডেলে ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে খেলে। যেখানে তারা দু'বার মুখোমুখি হয়। একবার গ্রুপ পর্বে এবং আবার সুপার ফোরে। ক্রিকবাজের মতে, ২০২৫ সংস্করণের ড্র মে মাসে হওয়ার কথা। তবে সম্ভবত সবটাই রাজনৈতিক ঘটনার উপর নির্ভর করবে।