West Bengal Weather Update: দহনজ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গ। এদিকে উত্তরবঙ্গে ঝেপে বৃষ্টি হচ্ছে। সিকিমে ভূমিধসের জেরে আটকে পড়েছেন বহু পর্যটক। অথচ তীব্র দাবদাহ পুড়ছে দক্ষিণবঙ্গ। তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। জেলায় জেলায় বইছে তাপপ্রবাহ। হাঁসফাঁস করা গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জো। নড়ছে না গাছের একটি পাতাও। তীর্থের কাকের মত বৃষ্টির অপেক্ষায় আকাশের পানে মুখ চেয়ে বসে আছেন দক্ষিণবঙ্গবাসী। শনিবার পর্যন্ত আবহাওয়ার কোন পরিবর্তন হবে না। দক্ষিণের সব জেলা জুড়েই প্যাচপ্যাচে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে স্বস্তির বৃষ্টি নামতে পারে রবিবার। এমনই পূর্বাভাস জানাল আলিপুর হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থেকে মিলতে চলেছে খানিক স্বস্তি। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে দক্ষিণের সব জেলা। নামবে পারদ। পশ্চিমের জেলাগুলোতে শনিবার রাত থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
রবিবার এবং সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার পর্যন্ত কলকাতার বিভিন্ন অংশে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।