সাত সকালে বর্ধমানে (Burdwan) বাস দুর্ঘটনা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দেওয়ানদিঘি থানার ভাণ্ডারদিহি এলাকায়। জানা যাচ্ছে, দ্রুতগতিতে যাওয়া এই বাস আচমকাই উল্টে পাশের ফাঁকা জমিতে পড়ে যায়। বাসটি দুর্ঘটনায় জখম কমপক্ষে ৫০ জন। যার মধ্যে ১০-১২ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রথমে তাঁদের কুড়মুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত যাত্রীদের ইতিমধ্যেই বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছে দীঘি থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার জেরে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেওয়ানদিঘি পেট্রল পাম্পের কাছে ছোটবেলুন গ্রাম এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়েন। এদিন বাসটি বর্ধমান থেকে মন্তেস্বরের উদ্দেশ্যে যাচ্ছিল। ফলে বেশ ভালোই যাত্রীরা ছিল। তাঁদের নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁকা জমিতে উল্টে পড়ে। বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে চলে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধারকাজ শুরু করে।
ঘটনাস্থলে পুলিশ
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।