Man Attacked Saif Ali Khan (Photo Credit: PTI/Instagram)

মুম্বই, ২১ জানুয়ারি: সইফ আলি খানের (Saif Ali Khan Attacked) উপর হামলার ঘটনায় এবার নয়া তথ্য সামনে এল। পুলিশ সূত্রে খবর, সইফের উপর হামলা চালানো বাংলাদেশি (Bangladesh) নাগরিক শরিফুল ইসলাম শেহজাদ ৭ মাস আগে ভারতে অনুপ্রবেশ করে। মেঘালয়ের ডাউকি নদী পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে শরিফুল। এরপর  সিম কার্ড জোগাড় করে। আধার কার্ড তৈরি করে সিম কার্ড কেনে শরিফুল। এমন রিপোর্ট প্রকাশ্যে এসেছে। জানা যায়, ভারতে প্রবেশের পর নিজের নাম শরিফুল থেকে বিজয় দাস করে নেয় হামলাকারী।

পুলিশি জেরায় উঠে আসে, শরিফুল দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে চাকরির খোঁজে। এরপর বাংলা থেকে সোজা মুম্বইতে পাড়ি দিয়ে সেখানে সইফ আলি খানের উপর সে হামলা চালায়। চুরির উদ্দেশেই শরিফুল তারকা বাড়িতে প্রবেশ করেছিল বলে মনে করছে পুলিশ।

রবিবার মহারাষ্ট্রের থানে থেকে শরিফুলকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। সইফ আলি খানের বাড়িতে হামলার ৩ দিনের মাথায় শরিফুলকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। একটানা তল্লাশি চালানোর পর পুলিশের জালে ধরা পড়ে বাংলাদেশি।