পুলিশের গাড়ি ধাক্কায় প্রাণ গেল এক বয়স্ক ব্যক্তির। আর তাই নিয়ে মারমুখী হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার এমনই ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের (Islampur) রামগঞ্জ ফাঁড়ি এলাকায় কমলগাঁও সুজালি গ্রামে। আহত ব্যক্তিকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তারপরেই দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃত ব্যক্তির পরিজন ও স্থানীয়রা। পরে পুলিশ এসে ক্ষতিপূরণের আশ্বস্ত দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেই সঙ্গে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
নিয়ন্ত্রণ হারালো পুলিশের গাড়ি
জানা যাচ্ছে, এদিন দুপুরে সুজালি গ্রাম পঞ্চায়েতের সামনে দিয়ে পুলিশের গাড়িটি যাচ্ছিল। সেই সময়ই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি আশেপাশের কয়কেটি দোকানে ধাক্কা মারে। তারপর একটি বাইকে জোড়ে ধাক্কা দেয়। সেই সময় বাইকটি চালাচ্ছিলেন বছর ৪৫-এর সহবর হোসেন। তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি
ঘটনাটি ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের এই দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীকালে পুলিশ অবশ্য মুছলেখা দিয়ে আর্থিক ক্ষতিপূরণ ও মৃত ব্যক্তির ছেলের সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।