কলকাতা, ২১ জানুয়ারি: হোক উপমহাদেশের পিচ। তবু বুধবার ইডেনে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে তিনজন স্পেশালিস্ট পেসার, এক পেসার অলরাউন্ডার নামছে ইংল্যান্ড। রেহান আহমেদ, সাকিব মহম্মদের মত স্পিনারদের বাইরে রেখে, শুধু অভিজ্ঞ আদিল রশিদকেই প্রথম একাদশে নামছেন অধিনায়ক জোস বাটলার। টি-২০ ফর্ম্যাটে বেশ সমীহ জাগানোর মত ইংল্যান্ড। ফেভারিট হিসেবে নেমে ২০২৪ দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার কাছে সেমিফাইনালে নেমে স্বপ্নভঙ্গ হয়েছিল বাটলারদের। প্রোভিডেন্সে হারের সেই ক্ষত এখনও যেন তাজা বাটলারদের। সেই সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল রোহিত শর্মার দুরন্ত ব্যাটিং আর অক্ষর প্যাটেলের অবিশ্বাস্য স্পেল (৩/২৩)। বিশ্বকাপে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে হারা ইংল্যান্ডে দলের ৬জন নামছেন ইডেনে।
খাতায় কলমে বেশ শক্তিশালী ইংল্যান্ড দল। ব্যাটিং নির্ভর দলে তুরুপের তাস জোস বাটলার আর হ্যারি ব্রুক। ফিনিশার লিয়াম লিভিংস্টোন। একাই ম্য়াচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন ফিল সল্ট। ইংল্যান্ডের বোলিংয়ে স্তম্ভ আদিল রশিদ। পেস বোলিংয়ে জোফ্রে আর্চারকে নিয়ে অনেক আশা থাকবে।
ইডেনে ইংল্যান্ডের প্রথম একাদশ: জোস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, হ্যারি ব্রুক, বেন ডাকেট, জ্যাকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, আদিল রশিদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, মার্ক উড।