নয়াদিল্লিঃ নতুন বছরে লক্ষ্মীলাভ বচ্চন পরিবারে। ৮৩ কোটিতে বাড়ি বিক্রি করলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। জানা গিয়েছে, মুম্বইয়ের আন্ধেরি এলাকায় একটি ডুপ্লেক্স ফ্ল্যাট রয়েছে অমিতাভের। সেই বাড়িই বিক্রি করেছেন বিগ বি। এই বিলাসবহুল ফ্ল্যাটটি ১৮৫ বর্গফুট বিস্তৃত। অ্যাপার্টমেন্টটিতে ছয়টি গাড়ির পার্কিং স্পেস রয়েছে।
বাড়ি বিক্রি করলেন অমিতাভ বচ্চন
সম্পত্তির রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী,২০২১ সালের এপ্রিল মাসে ৩১ কোটিতে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন তিনি। বর্তমানে ৮৩ কোটিতে বিক্রি হয়েছে এই ফ্ল্যাটটি। যা আসল মূল্যের প্রায় ১৬৮ শতাংশ বেশি। সূত্রের খবর, বিজয় সিং ঠাকুর এবং কমল বিজয় ঠাকুর নামক দুই ব্যক্তিকে বিক্রি করা হয়েছে অ্যাপার্টমেন্টটি। স্ট্যাম্প ডিউটির জন্য খরচ হয়েছে ৪.৯৮ কোটি আর রেজিস্ট্রেশনের জন্য ৩০ হাজার। এর আগে ২০২১ সালে অভিনেত্রী কৃতি স্যাননকে ওই অ্যাপার্টমেন্টটি ভাড়া দিয়েছিলেন তিনি। যার ভাড়া ছিল প্রতি মাসে ১০ লক্ষ টাকা। এ ছাড়া জমানত হিসেবে নায়িকাকে দিতে হয়েছিল ৬০ লক্ষ টাকা।
নতুন বছরে বচ্চন পরিবারে বিপুল লক্ষ্মীলাভ
Actor Amitabh Bachchan sells duplex flat for Rs 83 Core; makes 168% profit on sale#AmitabhBachchan pic.twitter.com/izQOwcKc8f
— NDTV (@ndtv) January 21, 2025