Bollywood actor Saif Ali Khan (Photo Credit: X)

নয়াদিল্লিঃ নিজের বাড়িতে হামলার শিকার। গত বৃহস্পতিবার রাত থেকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে(Lilavati Hospital) ভর্তি রয়েছেন বলিউড অভিনেতা(Bollywood Actor) সইফ আলি খান(Saif Ali Khan)। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা দু'টি অস্ত্রোপচারের পর বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। কবে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন প্রিয় তারকা? তা নিয়ে উদ্বেগে ভক্তরা। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা থাকলেও তেমনটা হয়নি। আরও একটা দিন তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, আজ মঙ্গলবার বলি অভিনেতাকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। এরপর বাড়িতেই কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

বর্তমানে কেমন আছেন সইফ আলি খান?

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি ভোররাতে বান্দ্রার বাড়িতে হামলার হিকার হন সইফ আলি খান। রাতের অন্ধকারে অভিনেতার বিলাসবহুল বাড়িতে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। আততায়ীর ছুরির আঘাতে গুরুতর জখম হন ছোটে নবাব। শরীরে ছয়টি ছুরির আঘাত নিয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি।

কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন সইফ আলি খান?