ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের (East West Metro Route) গুরুত্বপূর্ণ লাইন বউবাজার এলাকায় হয়ে গেল ট্রায়াল রান। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলচল কর মেট্রো রেক। তবে বউবাজারের যে অংশে একাধিকবার বিপর্যয় হয়েছিল সেখান দিয়ে এদিন ধীরগতিতে চলল মেট্রো। যদিও উপস্থিত ছিলেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি। এছাড়া সঙ্গে ছিলেন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়র, মেট্রো রেল আধিকারিক সহ একাংশরা। যদিও কবে নাগাদ এই রুটটি সম্পূর্ণরূপে চালু হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

সফল ট্রায়াল রান

মেট্রো আধিকারিকদের মতে, এটাই চুড়ান্ত ট্রায়াল রান নয়। এখন শুধুমাত্র মেট্রো চলাচলের জন্য টানেল তৈরি, সেটা দেখার জন্যই এই ট্রায়াল রান। এদিন প্রায় দুই কিলোমিটার মেট্রোর রেক চলাচল করেছে। আপাতত এই রুটে অধিকাংশ কাজই হয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রো রুট সম্পূর্ণ রূপে চালু হয়ে যাবে।

বউবাজারে বিপর্যয়

প্রসঙ্গত. ২০১৯ সালে এই রুটের বউবাজার এলাকায় মেট্রোর কাজ চলাকালিন ধস নামে। এখনও পর্যন্ত এই এলাকায় চারবার বিপর্যয় হয়েছিল। তারপর থেকেই এই এলাকায় মেট্রোর কাজ আদৌ শেষ হবে কিনা, সেই নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল। তবে সমস্ত আশঙ্কা কাটিয়ে অবশেষে সফলভাবে মেট্রো লাইন পাতার কাজ সম্পন্ন হয়েছে।