Gautam Gambhir (Photo Credit: @SPORTYVISHAL/ X)

কলকাতা, ২১ জানুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর আগে কালীঘাট মন্দিরে পুজো দিলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কলকাতায় কাল, বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে নামছে ভারত। তার আগে গম্ভীর কালীঘাট কালীমন্দিরে দাঁড়িয়ে প্রার্থনা করলেন। গম্ভীরের কাছে কলকাতা সব সময়ই স্পেশাল। আন্তর্জাতিক ক্রিকেটে ইডেনে কিছু সুখ স্মৃতি রয়েছে গোতির। এরপর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দুবার আর মেন্টর হিসেবে আইপিএল খেতাব জিতেছেন গম্ভীর। ইডেন গার্ডেন্সে খেলতে এলেই কালীঘাট মন্দিরে পুজো দিতে যান ক্রিকেটাররা।

কালীঘাটে পুজো

শুধু ক্রিকেটাররা কেন, রাজনীতিবিদ থেকে শিল্পপতি, চলচ্চিত্র তারকা থেকে সাধারণ মানুষ- কলকাতা এলেই কালীঘাটে কালীমন্দিরে পুজো দেন। সেই কলকাতা থেকেই কোচ গম্ভীরের ঘুরে দাঁড়ানোর শপথ শুরু হল।

কালীঘাট মন্দিরে গম্ভীর

পুজো দিলেন গম্ভীর

গম্ভীরের খারাপ সময়

হিসেবে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার মহালজ্জা, বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-৩ হার, প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারার ব্যর্থতায় কোচ গম্ভীরের সিংহাসন টালমাটাল। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে হারলে গম্ভীরের জন্য 'শাস্তি'-র খাড়া নামতে পারে।