Avian Influenza (Photo Credits: X)

নয়া দিল্লি, ১ জুনঃ বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (Avian Influenza) নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ। এত দিন বার্ড ফ্লু কেবল পাখিদের মধ্যে সংক্রমণ ঘটাচ্ছিল। তবে সম্প্রতি গরুর দুধের মধ্যেও বার্ড ফ্লুয়ের (Bird Flu) ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। যার ফলে রাজ্যেগুলির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে কেন্দ্র। ইতিমধ্যেই চার রাজ্যে H5N1 নামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। ফলে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বেশ কয়েকটি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ মন্ত্রক।

পশুপালন ও দুগ্ধায়ন বিভাগ (DAHD) এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC) গত ২০ মে যৌথ উদ্যোগে ওই নির্দেশিকা জারি করেছে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ রুখতে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছেওই নির্দেশিকায়।

যেমন, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (Avian Influenza) বা বার্ড ফ্লু (Bird Flu) রোগের সংজ্ঞা, লক্ষণ এবং উপসর্গ সম্পর্কে সমস্ত রাজ্যদের সরকারি এবং বেসরকারি স্বাস্থ্যসেবা কর্মীদের অবহিত থাকতে বলা হয়েছে।

গৃহপালিত পশু, পাখি যেমন হাঁস-মুরগি, গরুর অস্বাভাবিক মৃত্যু ঘটলে যেন অবিলম্বে পশুপালন দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। যাতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার জন্য জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় জনস্বাস্থ্য ব্যবস্থা শুরু করা যায়।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, পোল্ট্রি ফার্ম, চিড়িয়াখানা এবং বাজারে জৈব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সমস্ত পোল্ট্রি খামারে বায়োসিকিউরিটি মূল্যায়নের সুপারিশ করা হয়েছে। বন্য পাখি এবং গৃহপালিত হাঁস-মুরগির মধ্যে যোগাযোগ যেন বন্ধ হয় সেদিকে বাড়তি নজর রাখতে হবে।

রাজ্যগুলিকে জনসাধারণের মধ্যে বার্ড ফ্লু নিয়ে সচেতনতা আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। খালি হাতে মৃত বা অসুস্থ গবাদি পশু পাখির পরিচালনা না করা।

রাজ্যগুলিকে পর্যাপ্ত সংখ্যক অ্যান্টিভাইরাল ওষুধ (ওসেলটামিভির), পিপিই এবং মাস্ক মজুত করার মতো সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য প্রস্তুত থাকতে বলেছে কেন্দ্র। এছাড়া এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত পশু পাখিদের চিকিৎসার জন্যে হাসপাতাল গুলোতে পর্যাপ্ত আইসোলেশন ওয়ার্ড এবং বেডের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।