Bangladesh Quota Protest (Photo Credit: X)

কলকাতা: অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh) থেকে ছাত্রছাত্রীরা প্রাণ ভয়ে ভারতে ফিরছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, রবিবার মালদহের মহদিপুর সীমান্ত দিয়ে ২৭৪ জন এবং দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত পথে ৩২০ জন  ছাত্রছাত্রী ভারতে ফিরেছেন। সব মিলিয়ে ৪৫০০-এর বেশি ছাত্রছাত্রী দেশে ফিরেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশে মোট ভারতীয় নাগরিকের সংখ্যা প্রায় ১৫০০০, যার মধ্যে আনুমানিক ৮৫০০ জন পড়ুয়া রয়েছে।

বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাই কমিশন, ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও নিরাপত্তার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এমইএ জানিয়েছে, ঢাকায় ভারতের হাইকমিশন এবং বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশন ভারতীয় নাগরিকদের জরুরি যোগাযোগের নম্বরগুলির মাধ্যমে প্রয়োজনীয় যেকোনো সহায়তার জন্য উপলব্ধ রয়েছে- ভারতীয় হাই কমিশন ঢাকা +880-1937400591, সহকারী হাই কমিশন ভারত, চট্টগ্রাম +880-1814654799, ভারতের সহকারী হাই কমিশন, রাজশাহী +880-1788148696, ভারতের সহকারী হাই কমিশন, সিলেট +880-131313076411 +880-1313187।

বাংলাদেশের পড়ুয়ারা ‘কোটা নয় মেধাকেই অগ্রধিকার দিতে হবে', এই দাবি নিয়ে পথে নামে, এই আন্দোলনের জেরে মৃত্যু হয়েছে একাধিক পড়ুয়ার ও পুলিশ কর্মীরা। কোটা আন্দোলন এখন সকার পতনের আন্দোলনে নেমে এসেছে। দেশজুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা, পরিস্থিতি সামলাতে জেরবার প্রশাসন।