মুম্বই, ৭ ডিসেম্বর: হরিয়ানা, মহারাষ্ট্র থেকে জম্মু। একের পর এক বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ধরাশায়ী হচ্ছে কংগ্রেস। লোকসভা ভোটে ব্র্যান্ড মোদী ধাক্কা খাওয়ার পর, বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট ও উপনির্বাচনে দেশের রাজনীতিতে বেশ কিছুটা বদল এসেছে। ভোটের হিসেব বলছে মোদীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রধান বিরোধী নেত্রী হিসাবে ক্রমেই উজ্জ্বল হয়ে উঠেছেন। এমন সময় মমতা দাবি করেন, বাংলায় বসেই ইন্ডিয়া জোট চালাতে পারি। মমতার এই কথাকে সমর্থন জানিয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ার বললেন, " ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মমতার আছে। দেশের মধ্যে ও বিশিষ্ট নেত্রী। মমতা সংসদে যাদের পাঠিয়েছে তারা খুবই দায়িত্ববান, কর্তব্যপরায়ন ও মানুষের হয়ে লড়ে। তাই ও ইন্ডিয়া জোটকে নেতৃত্বে দেওয়ার কথা বলে ঠিক করছে।"
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি ঝড়ে কার্যত নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর শরদ পাওয়ারের মমতাকে সমর্থনের বিষয়টি বিশেষ তাতপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস যেভাবে দিন দিন দুর্বল হচ্ছে, আর বিজেপিকে কার্যত ফাঁকা মাঠ ছেড়ে দিচ্ছে, তাতে ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে বড় প্রশ্ন উঠছে। বিজেপিকে হারাতে হলে শক্তিশালী ইন্ডিয়া জোটের পক্ষে সওয়াল করছেন বিরোধী নেতারা। বিরোধীরা ঠিকমত এক জোট হলে মোদী হারবেই বলে মনে করছেন শিবু সোরেন, অখিলেশ যাদব থেকে উদ্ধভ ঠাকরে, অরবিন্দ কেজরিওয়াল-রা।
বিভিন্ন বিধানসভা নির্বাচনে শুধু কংগ্রেস নয়, উপনির্বাচনে বিজেপির কাছে ধাক্কা খেয়েছেন অখিলেশ যাদবও। বিধানসভা নির্বাচনে মহাধাক্কা খেয়েছেন উদ্ধভ ঠাকরে, শরদ পাওয়ার-রাও। লোকসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালও বিজেপির কাছে ধরাশায়ী হয়েছিলেন। কিন্তু এসবের উজ্জ্বল ব্যতিক্রম মমতা বন্দ্য়োপাধ্যায়। বিধানসভা, লোকসভা ভোট থেকে উপ নির্বাচনে বাংলায় সব ভোটেই মোদীর দলকে ধরাশায়ী করেন মমতা।