কেরলের ওয়ানাড় জেলায় হওয়া ভূমিধসে মৃতের সংখ্যা ১২৩ হয়ে গেল। গতকাল, সোমবার রাতে হওয়া ভয়াবহ ভূমিধসের পর ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। সন্ধ্যার দিকে বৃষ্টি বাড়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়। উদ্ধারকাজের গতি বাড়ানোর জন্য আরও সেনার সাহায্য চেয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। নদীর জলের তোড়ে ভেসে যাওয়া মানুষের খোঁজে একযোগে লড়ে চলেছে সেনা, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। কাল, বুধবার ওয়ানাড়ে যাচ্ছেন সেখানকার প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। রাহুলের সঙ্গে যতে পারেন প্রিয়াঙ্কা গান্ধীও। দুর্যোগ কবলিত মানুষদের সঙ্গে কথা বলবেন রাহুল।
উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, বেশীরভাগ বাড়িই জলের তোড়ে ভেসে গিয়েছে। একটি জায়গায় ৮০০ জন মানুষ আটকে পড়েছিলেন। অস্থায়ী ব্রিজ তৈরি করে সেখান থেকে ৭০০ জনকে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ কপ্টার থেকে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর কাজ চালাচ্ছে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন। ওয়ানাড়ের ভূমিধসের শতাধিক মানুষের মৃত্য়ুর কারণে কেরলে দু'দিনের শোকপালনের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।
দেখুন ভিডিয়ো
#WATCH | Kerala: Latest visuals of the rescue operation in Chooralmala area of Wayanad where a landslide occurred earlier today claiming the lives of over 93 people. pic.twitter.com/gEVGiNXVOn
— ANI (@ANI) July 30, 2024
ওয়ানাড়ের পাশে থেকে বার্তা দিয়ে আন্তর্জাতিক মহল থেকে পাশে থাকার বার্তা আসতে শুরু করেছে। ইজিপ্ট সরকারের পক্ষ থেকে ওয়ানাড়ের মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। ওয়ানাড়ের পাশে থেকে তামিলনাড়ু সরকার ৫ কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করেছে। ওয়ানাডে ত্রান ও উদ্ধার কাজের জন্য ২ কোটি টাকা দিচ্ছে সিকিম সরকার। কেরল ব্যাঙ্ক ৫০ লক্ষ টাকা ত্রান ও উদ্ধারকাজের জন্য অনুদান ঘোষণা করেছে।
দেখুন ভিডিয়ো
.#Kerala #RahulGandhi #Wayanad #Rain #KeralaRain #WayanadLandslide #KeralaLandslides #Kozhikode #KozhikodeRain pic.twitter.com/PbeCsETMll
— know the Unknown (@imurpartha) July 30, 2024
মুন্ডক্কাই, চুরামালা, আট্টমালা এবং নুলপুঝা গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। চোখের নিমেষে ধুয়ে মুছে শেষ গ্রামের পর গ্রাম। আশেপাশের গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপের মাঝে আটকে রয়েছে গাড়ি। পাহাড় থেকে রাস্তায় নেমে এসেছে বড়-বড় পাথর। বন্যার জলে ধ্বংস হয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম। উদ্ধারকার্য চালাতে কার্যত বেগ হতে হচ্ছে কর্মীদের। প্রতিকূলতাকে সঙ্গে করেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। এদিন বেলায় কেরলের মন্ত্রী বীনা জর্জ বলেন, ‘আমরা সবাইকে বাঁচানোর সম্ভাব্য চেষ্টা করছি। আমরা বিভিন্ন হাসপাতালে মৃতদেহের সন্ধান পেয়েছি। এছাড়াও প্রায় ৭০ জন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। আহতদের যথাযথ চিকিৎসার জন্য সবরকমের ব্যবস্থা করছি।"