Pm Modi 3 Days Tour (Photo credit: X@airnewsalerts)

আজ থেকে মধ্যপ্রদেশ, বিহার এবং আসামে তিনদিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সফরকালে তিনি আজ বিকেলে মধ্যপ্রদেশের ছতারপুর জেলার বাগেশ্বর ধাম মেডিকেল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

অত্যাধুনিক মেশিন এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সজ্জিত এই ক্যান্সার হাসপাতালে সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবে। উপরন্তু, প্রধানমন্ত্রী ভোপালে দুই দিনব্যাপী গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৫ এর উদ্বোধন করবেন।

মধ্যপ্রদেশ সফর সেরে আগামীকাল প্রধানমন্ত্রী বিহারের ভাগলপুরে যাবেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী কিষাণ স্কিমের (PM KISAN Scheme 19th Installment) ১৯তম কিস্তি প্রকাশ করবেন।সারাদেশে ৯.৭ কোটিরও বেশি কৃষক সরাসরি আর্থিক সহায়তা পাবেন মোট ২১ হাজার ৫০০ কোটি টাকারও বেশি। এছাড়াও প্রধানমন্ত্রী বিহারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও উৎসর্গ করবেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদি এরপর ঝুমোর বিনন্দিনী (Mega Jhumoir) ২০২৫ ইভেন্টে যোগ দিতে গুয়াহাটিতে যাবেন। মেগা ঝুমর উদযাপন চা শিল্পের ২০০ বছর এবং আসামে শিল্পায়নের সূচনা করে।মঙ্গলবার প্রধানমন্ত্রী গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম 2.0 ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট 2025 উদ্বোধন করবেন।