Representational image | (Photo Credits: Unsplash)

এলাহাবাদ, ১৩ জানুয়ারি: স্পেশাল ম্যারেজ অ্যাক্টে (Special Marriage Act) বিয়ে করতে গেলে আপত্তির নোটিশ (Special Marriage Act) দেওয়া বাধ্যতামূলক নয়। আজ এই রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট (Special Marriage Act)। আদালতের বক্তব্য, ১৯৫৪ সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ৬ নম্বর ধারায় বিবাহের নোটিশ প্রকাশ করা এবং ৭ নম্বর ধারায় অধীনে আপত্তির আমন্ত্রণ বাধ্যতামূলক নয়। আদালত বলেছে যে নোটিশ দেওয়া হবে কি হবে না তা বিয়ে করতে চাওয়া দম্পতির ইচ্ছার ওপরে নির্ভর করছে।

বার ও বেঞ্চের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আদালত বলেছে, ১৯৫৪ সালের আইনের ৬ ও ৭ নম্বর ধারা অনুযায়ী বিবাহবন্ধনে আগ্রহী হতে চাইলে দম্পতিকে নোটিশ দেওয়া প্রয়োজন এবং তারপরে বিবাহ অফিসারকে নোটিশ প্রকাশ করেন, ৩০ দিন ওই নোটিশ থাকে, তাতে এই বিয়েতে কারোর আপত্তি আছে কি না তা জানতে।" বিচারপতি বিবেক চৌধুরি বলেছেন যে ৬ নম্বর ও ৭ নম্বর ধারার অধীনে নোটিশ প্রকাশ কেবলমাত্র বিবাহ করতে চাওয়া ব্যক্তিদের অনুরোধে কার্যকর করা যেতে পারে। রায়ে আরও বলা হয়েছে যে ১৯৫৪ সালের আইনের ধারা ৫ (ইচ্ছাকৃত বিবাহের নোটিশ) এর আওতায় নোটিশ দেওয়ার সময় ম্যারেজ অফিসারকে নোটিশ প্রকাশ বা প্রকাশ না করার জন্য লিখিতভাবে অনুরোধ করা ঐচ্ছিক। আরও পড়ুন: CCS Approves Tejas Procurement Deal: তেজস মার্ক ১এ মডেলের ৮৩ টি যুদ্ধবিমান কেনায় অনুমোদন কেন্দ্রীয় সরকারের

এলাহাবাদ হাইকোর্ট একটি হাবিয়াস কর্পাস আবেদনের শুনানি করছিল। আবেদনে বলা হয়ছিল, ভিন্ন ধর্মের প্রেমিককে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করায় একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে আটক করা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দম্পতিরা আদালতে জানিয়েছিলেন যে তাঁরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করতে পারত। তবে এই আইন অনুযায়ী বিয়ের জন্য ৩০ দিনের নোটিশ প্রকাশের প্রয়োজন হয়।