মুম্বই, ১৭ মুম্বইঃ পটৌদীর বাড়ির নিরাপত্তার ঘেরাটোপ পার করে অন্দরে প্রবেশ, ১ কোটি টাকা দাবি করে সইফ আলি খানের উপর হামলা (Saif Ali Khan Attacked)। এই ঘটনা সাধারণ কোন চুরির ঘটনা নয়। এর সঙ্গে অভিনেতার বাড়ির অন্দরের কেউ জড়িয়ে রয়েছেন বলে সন্দেহ করছে মুম্বই পুলিশ (Mumbai Police)। নয়তো সাধারণ কোন চোর কিংবা দুষ্কৃতীর পক্ষে এত সহজে নবাবের বাড়ির প্রহরির চোখে ধুলো দিয়ে পিছনের সিঁড়ি দিয়ে উপরে ওঠা এবং একই পথে পালিয়ে যাওয়া সম্ভব ছিল না।
পুলিশের অনুমান, হয় ওই হামলাকারী ব্যক্তিকে ভিতরের কেউ সাহায্য করেছে? আর নয়তো ওই ব্যক্তির আগে থেকেই যাতায়াত ছিল অভিনেতার আবাসনে। শুক্রবার সইফের (Saif Ali Khan) বাসভবনের কর্মীদের বান্দ্রা পুলিশ স্টেশনে আনা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্যে। বিকেলে তাঁদের সকলকে পুলিশ ভ্যানে চাপিয়ে অভিনেতার বাড়ি পৌঁছে দেওয়া হয়।
সইফের বাড়ির কর্মীদের থানায় এনে জিজ্ঞাসাবাদঃ
ঘটনাচক্রে শুক্রবারই বান্দ্রা রেল স্টেশন থেকে সইফ আলি খানের উপর হামলার (Saif Ali Khan Attacked) ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করে বান্দ্রা পুলিশ। অভিনেতার বাড়ির পিছনের সিঁড়ির সিসিটি ফুটেজ দেখে চিহ্নিত করেই গ্রেফতার করা হয়েছিল ওই যুবককে। গ্রেফতারির পর অভিযুক্তকে আনা হয় বান্দ্রা থানায়। তবে পরে জানা যায়, আটক হওয়া ব্যক্তি আর অভিনেতার উপর হামলাকারী ব্যক্তি এক নয়।
জিজ্ঞাসাবাদ শেষে ফেরানো হচ্ছে কর্মীদেরঃ
#WATCH | Maharashtra: Members of staff at the residence of actor #SaifAliKhan being brought out of Bandra Police Station. They were brought here by Police for inquiry and now they are all going back.
As per Mumbai Police, no one has been detained in Saif Ali Khan attack case as… pic.twitter.com/7uVwLifE7x
— ANI (@ANI) January 17, 2025
বুধবার গভীর রাতে হামলার ঘটনার পর সইফের বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজ তোলপাড় করে তল্লাশি চালায় পুলিশ, অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করার জন্যে। বাড়ির পিছনের সিঁড়ির সিসিটিভি ফুটেজে মেলে সেই সূত্র। ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে দুষ্কৃতীর মুখ। সেখান থেকেই অভিযুক্তকে সনাক্ত করে তাকে হন্যে হয়ে খুঁজে বেরাচ্ছে মুম্বই পুলিশ। অভিযুক্তকে ধরার জন্যে পুলিশের ২০টি দল গঠন করা হয়েছে।