আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডে শনিবার শিয়ালদহ আদালতে দোষী সাব্যস্ত করল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। যদিও আদালতের এই রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সব মহলেই। নিহত চিকিৎসকের পরিবারের দাবি, এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে। অনেক প্রশ্নের উত্তর মেলেনি। রাজনৈতিক ক্ষেত্রেও বিজেপি, কংগ্রেসের মতো বিরোধী দলের নেতারাও সিবিআই তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন রায়চৌধুরির (Adhir Ranjan Chowdhury) গলাতেও দেখা গেল একই সুর।
অধীরের মতে, "সকলেই জানত সাজা হবে এবং তাই হয়েছে। এটাই কাম্য ছিল। তবে অনেকেই মনে করেন যে অপরাধী শুধু একজন নন। সবথেকে বড় কথা আপনারা এই ঘটনার শুরুর দিকে ভেবে দেখুন সেই সময় মুখ্যমন্ত্রী ও তৎকালীন কলকাতা পুলিশের সিপি গোয়েল বলেছিলেন, একজনকে ধরেছি, আরও অনেকে রয়েছে। একসপ্তাহের মধ্যে আরও ৪-৫ জনকে গ্রেফতার করা হবে। তাহলে যখন মুখ্যমন্ত্রী জানতেন বাকিরা কারা, তাহলে তাঁরা কোথায়? আদালতের কাছে যা অভিযোগ আছে, যা তথ্যপ্রমাণ আছে সেই ভিত্তিতে দোষী সাব্যস্ত হয়েছে"।
অধীরের দাবি, "হয়তো বিচারকেরও মনে হতে পারে যে এই ঘটনায় আরও অনেকে জড়িত। তবে সেটা তদন্ত করে তথ্য জোগাড় করে প্রমাণ করার দায়িত্ব তদন্তকারীদের। এখানে পুলিশ যেমন কিছু করেনি, তেমনই সিবিআইও গা ভাসিয়ে উদাসীনতার সঙ্গে তদন্ত করেছে। তাই হয়তো বিচার হবে, তদন্ত হবে, সাজাও হবে, কিন্তু এতে সন্তুষ্ট হওয়ার জায়গা থাকবে না"।