সামনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে আপ ও বিজেপির প্রার্থীরা। নয়াদিল্লি কেন্দ্র (New Delhi Constituency) থেকে প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (Aam Aadmi Party) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। শনিবার বিকেলের দিকে নিজের কেন্দ্রে প্রচার করতে এসে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন কেজরিওয়াল। কার্যত কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় তাঁরা। সেই কারণে তড়িঘড়ি নিজের গাড়িতে উঠে এলাকা ছেড়ে বেরিয়ে পড়েন তিনি। তবে এর মাঝেই ঘটল বিশৃঙ্খলা। বিক্ষোভকারীদের মধ্যে কেউ একজন একটি পাথর ছুড়ে মারার চেষ্টা করেন কেজরির গাড়িতে। কোনওক্রমে সেটা লাগে না।

বিজেপির বিরুদ্ধে অভিযোদ

অন্যদিকে এক প্রতিবাদীদের সরানোর সময় অরবিন্দের নিরাপত্তারক্ষীদের মধ্যে একজন এমন ধাক্কা মারেন যে সেই যুবক আহত হন। জানা যাচ্ছে, যুবকের পায়ে চোট লেগেছে। তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় আপ বিজেপি একে অপরের দিকে আঙুল তুলেছে। আপ নেতৃত্বের দাবি, ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী পরবেশ ভার্মা পরিকল্পিতভাবে গুন্ডাদের দিয়ে এই হামলা করিয়েছে।

পাল্টা অভিযোগ বিজেপির

যদিও এই অভিযোগকে খারিজ করেছেন বিজেপি প্রার্থী। তাঁর মতে, বিজেপি কর্মীদের গাড়ি দিয়ে ধাক্কা মারার চেষ্টা করছিলেন কেজরিওয়াল। আহত হয়েছেন তাঁদের কর্মী। যদিও কে ইট ছুড়েছিল, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।