Saif Ali Khan and Kareena Kapoor Khan (Photo Credits: Instagram)

মুম্বই, ১৮ জানুয়ারিঃ বাড়ির একেবারে অন্দরে দুষ্কৃতীর ঢুকে পড়া, সইফ আলি খানের (Saif Ali Khan) উপর একের পর এক ছুরির কোপ বসানো, সব মিলিয়ে পটৌদী পরিবারে অশান্তি ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। হাসপাতালে দীর্ঘ অস্ত্রোপচারের পর সইফের  অবস্থা এখন স্থিতিশীল। আইসিইউ (ICU) থেকে বের করে সাধারণ শয্যায় দেওয়া হয়েছে অভিনেতাকে। মুম্বই পুলিশের কাছে নিজের বয়ান লেখান সইফ-পত্নী তথা অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। শুক্রবার সন্ধ্যায় তাঁর বাড়িতে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বয়ান রেকর্ড করা হয়েছে। যদিও ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না বেবো।

সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, সইফ আলি খানের উপর হামলার (Saif Ali Khan Attacked) ঘটনায় স্ত্রী করিনা কাপুর পুলিশের কাছে নিজের বয়ানে জানান, সন্তানদের উপর হামলার আশঙ্কা করে বুক চিতিয়ে নিজে অস্ত্রধারী দুষ্কৃতীর সামনে ঝাঁপিয়ে পড়েন অভিনেতা। দুই সন্তান এবং তাঁদের ন্যানিদের নিরাপদে অ্যাপার্টমেন্টের ১২ তলায় পাঠিয়ে নিজে আততায়ীর সঙ্গে ধ্বস্তাধস্তিতে জড়ান। আর সেই সময়েই সইফের উপর একাধিকবার ছুরির কোপ চালানো হয়। তবে বাড়ি থেকে কোন কিছু চুরি যায়নি বলে নিশ্চিত করেছেন নায়িকা। ঘটনার পর থেকে বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছেন করিনা। দুই ছেলে তৈমুর এবং জেহকে নিয়ে অভিনেত্রী এখন রয়েছেন দিদি করিশমা কাপুরের (Karisma Kapoor) বাড়িতে। সেখানেই আপাতত সুরক্ষিত বোধ করছেন তাঁরা।

এদিকে অভিযুক্ত হামলাকারী এখনও অধরা। বৃহস্পতিবার ভোর রাতে সইফ আলি খানের বাড়ির অন্দরে ঢুকে ১ কোটি টাকার দাবি করা তারপর অভিনেতার উপর হামলা। এদিকে বাড়ি থেকে খোয়া যায়নি কোন কিছুই। চুরির উদ্দেশেই যদি আসবে অপরাধী তাহলে তারকার বাড়ি থেকে কোন কিছুই কি চুরির সুযোগ পায়নি সে? নাকি ছিল অন্য কোন মতলব? অপরাধী ধরা না পড়া পর্যন্ত ক্রমেই জটিল হচ্ছে রহস্য। মুম্বই পুলিশের ২০টি দল মিলে খোঁজ চালাচ্ছে অভিযুক্ত ব্যক্তির।