Ukraine attack Moscow (Photo Credits: X)

দিল্লি,১৭ জানুয়ারি: রাশিয়া (Russia), ইউক্রেনের (Ukraine) যুদ্ধ এখনও অব্যাহত। তারমাঝেই এবার নয়া তথ্য প্রকাশ করল বিদেশ মন্ত্রক। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। শুক্রবারের সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, রাশিয়ার সেনা বাহিনীর হয়ে ইউক্রেনে যে ভারতীয় (Indian) তরুণরা লড়াই করতে যান, তাঁদের মাধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। ১৬ জন নিখোঁজ। তাঁদের কোনও খোঁজ মিলছে না। ভারতীয় তরুণদের রুশ সেনা থেকে মুক্ত করা হোক বলে একাধিকবার পুতিনের দেশের সঙ্গে কথা বলেছে নরেন্দ্র মোদী সরকার। এবারও তার অন্যথা হয়নি। পুতিন বাহিনীতে থাকা যে ভারতীয় তরুণদের ইউক্রেনে পাঠানো হচ্ছে,তাঁদের যাতে শিগগিরই মুক্ত করা হয়, সে বিষয়ে কথা চলছে ক্রেমলিনের সঙ্গে।

আরও পড়ুন: Russia-Ukraine War: রাশিয়ার প্রবল আক্রমণ, ইউক্রেনে নামল অন্ধকার, দিশাহারা মানুষ

বিদেশ মন্ত্রকের (MEA) তথ্য অনুযায়ী, ১২৬ জন ভারতীয় তরুণ রাশিয়ান সেনায় লড়তে যান। যাঁদের মধ্যে ৯৬ জনকে ফেরানো হয়েছে। বাকি ১২ জনের মৃত্যু হয়েছে। ১৬ জন নিখোঁজ। শুক্রবার বিকেলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাংবাদিক সম্মেলন থেকে এমন তথ্য সামনে আসার পর থেকে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যে ১৬ জন নিখোঁজ, তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি এখনও পর্যন্ত।