Train (Photo Credit:x@IndianTechGuide)

শিয়ালদা শাখায় টানা 4 দিন ধরে রক্ষণাবেক্ষণের কাজের জেরে বাতিল থাকবে একাধিক ট্রেন ৷ নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ দমদম-ডানকুনি, বালিঘাট-বালিহল্ট স্টেশনে ওভার ব্রিজের পুরনো স্টিল গার্ডার প্রতিস্থাপনের জন্য দমদম-ডানকুনি শাখায় আগামী ২৩ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি সকাল ৪টে পর্যন্ত ১০০ ঘণ্টার ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে ।সেই কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল ৷

পূর্ব রেলের তরফে প্রকাশিত নির্দেশিকাতে বলা হয়েছে, শিয়ালদা শাখায় দমদম-ডানকুনি বিভাগের বালিঘাট এবং বালিহল্টের মধ্যে রেল ওভার ব্রিজের পুরনো স্টিল গার্ডার প্রতিস্থাপন করা হবে । এই গুরুত্বপূর্ণ রেল ব্রিজটি প্রায় ৯৫ বছর আগে ব্রিটিশ শাসনের সময় নির্মাণ করা হয় । ব্রিজ নম্বর ১৫/সিসিআর-এ অবস্থিত স্টিল গার্ডারটি প্রায় এক শতাব্দীর ব্যবহারে অত্যন্ত ক্ষয়প্রাপ্ত হয়েছে । ফলে, অবিলম্বে ব্রিজটির প্রতিস্থাপন করা অত্যন্ত প্রয়োজনীয় ৷ নতুন আরসিসি বক্সের মাধ্যমে নির্মাণ কাজ সম্পন্ন হলে এই বিভাগে ট্রেনের গতি বৃদ্ধি পাবে এবং রক্ষণাবেক্ষণের সুবিধাও হবে । পুরনো স্টিল গার্ডার অপসারণের পরে ট্র্যাকটি প্রতিস্থাপন করা হবে । পাশাপাশি, দীর্ঘদিন ধরে স্থগিত কিছু ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজও সেরে ফেলা হবে ।

এই কাজের জন্য এই সময়ে এই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত থাকবে । এই কয়েকদিন শিয়ালদা ও ডানকুনির মধ্যে ২২ জোড়া ইএমইউ লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই চারদিন ব্লকের সময়ে শিয়ালদা-ডানকুনি বিভাগে কোনও লোকাল ট্রেন চলবে না । সেই সঙ্গে, বাতিল থাকবে কয়েকটি মেল এক্সপ্রেস ট্রেনও ৷ যাত্রা সংক্ষিপ্ত থাকবে একাধিক ট্রেনের ৷ পাশাপাশি, ঘুরপথে চলবে একাধিক ট্রেন ৷

কোন কোন ইএমইউ ট্রেন বাতিল:

২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে-

শিয়ালদা-ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219, 32221, 32223, 32225, 32227, 32229, 32231, 32233, 32233,3223,3223,3235 32241, 32243, 32245, 32247, 32249, এবং ডাউন 32212, 32214, 32216, 32218, 32220, 32222, 32224, 32226, 3223, 3223, 32234, 32236, 32238, 32240, 32242, 32246, 32248, 32250, 32252 ।

শিয়ালদা-বারুইপাড়া: আপ 32411, 32413, এবং ডাউন 32412, 32414 ।

শিয়ালদা-কাঁচরাপাড়া: আপ 31317, 31333, 31339 এবং ডাউন 31318, 31332, 31338 ৷

শিয়ালদা-মধ্যমগ্রাম: আপ 33421, এবং ডাউন 33422।

শিয়ালদা-বর্ধমান: আপ 31151; ডাউন 31152 ৷

শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট: আপ 33411; ডাউন 33412 ৷

শিয়ালদা-দত্তপুকুর: আপ 33621; ডাউন 33628 ৷

নৈহাটি-ব্যাণ্ডেল: আপ 37535, 37537, 37545, 37529, 37521, 37523, 37555, 37557 এবং ডাউন 37538, 37540, 37548, 375352, 3753522 37556, 37558 ।

২৭ জানুয়ারি (সোমবার)

শিয়ালদা-ডানকুনি: আপ 32211, 32213 এবং ডাউন 32212, 32214

মেল ও এক্সপ্রেস বাতিল থাকবে নিম্নলিখিত দিনগুলিতেঃ

২১ জানুয়ারি (মঙ্গলবার)

12359 কলকাতা-পাটনা গরিব রথ এক্সপ্রেস (JCO 21.01.2025)।

২২ জানুয়ারি (বুধবার)

13179 শিয়ালদা-সিউরি এক্সপ্রেস ৷

13161 কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস।

23 জানুয়ারি (বৃহস্পতিবার)

13179 শিয়ালদা–সিউড়ি এক্সপ্রেস ৷

13161 কলকাতা–বালুরঘাট তেভাগা এক্সপ্রেস ৷

13180 সিউড়ি–শিয়ালদা এক্সপ্রেস ৷

13162 বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেস ৷

15234 দারভাঙ্গা–কলকাতা মৈথিলি এক্সপ্রেস ৷

15233 কলকাতা–দারভাঙ্গা মৈথিলি এক্সপ্রেস ৷

13177 শিয়ালদা–জঙ্গিপুর রোড এক্সপ্রেস ৷

13178 জঙ্গিপুর রোড–শিয়ালদা এক্সপ্রেস

12359 কলকাতা–পটনা গরীব রথ এক্সপ্রেস ৷

12369 পটনা–কলকাতা গরীব রথ এক্সপ্রেস ৷

12363 কলকাতা–হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ৷

12383 শিয়ালদা–আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস ৷

12384 আসানসোল–শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস ৷

২৪ জানুয়ারি (শুক্রবার)

12383 শিয়ালদা–আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস ৷

13177 শিয়ালদা–জঙ্গিপুর রোড এক্সপ্রেস ৷

13179 শিয়ালদা–সিউড়ি এক্সপ্রেস ৷

13161 কলকাতা–বালুরঘাট তেভাগা এক্সপ্রেস ৷

12384 আসানসোল–শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস ৷

13178 জঙ্গিপুর রোড–শিয়ালদা এক্সপ্রেস ৷

13180 সিউড়ি–শিয়ালদহ এক্সপ্রেস ৷

13162 বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেস ৷

12364 হলদিবাড়ি–কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস ৷

২৫ জানুয়ারি (শনিবার)

12383 শিয়ালদা–আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস ৷

13177 শিয়ালদা–জঙ্গিপুর রোড এক্সপ্রেস ৷

13179 শিয়ালদা–সিউড়ি এক্সপ্রেস ৷

12384 আসানসোল–শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস ৷

13178 জঙ্গিপুর রোড–শিয়ালদা এক্সপ্রেস ৷

13180 সিউড়ি–শিয়ালদা এক্সপ্রেস ৷

13162 বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেস ৷

12360 পটনা–কলকাতা গরীব রথ এক্সপ্রেস ৷

12363 কলকাতা–হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ৷

12359 কলকাতা–পটনা গরীব রথ এক্সপ্রেস।

২৬ জানুয়ারি (রবিবার)

13179 শিয়ালদা-সিউরি এক্সপ্রেস ৷

13180 সিউরি-শিয়ালদা এক্সপ্রেস ৷

13161 কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস ৷

12364 হলদিবাড়ি-কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস ৷

২৭ জানুয়ারি (সোমবার)

13180 সিউরি-শিয়ালদা এক্সপ্রেস ৷

12360 পটনা-কলকাতা গরীব রথ এক্সপ্রেস ৷

13162 বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস ৷

ঘুরপথে চলবে যে সমস্ত ট্রেন-

দমদম জংশন-নৈহাটি রুটে ঘুরিয়ে দেওয়া ট্রেনের তালিকা -

২৩ জানুয়ারি (বৃহস্পতিবার)

13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস ৷

12259 শিয়ালদা-বিকানের দুরন্ত এক্সপ্রেস ৷

12315 কলকাতা-উদয়পুর সিটি অনন্যা এক্সপ্রেস ৷

13167 কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট সাপ্তাহিক এক্সপ্রেস ৷

22323 কলকাতা-গাজিপুর শহর শব্দভেদী সুপারফাস্ট এক্সপ্রেস ৷

12325 কলকাতা-নাঙ্গল ড্যাম গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস ৷

12313 শিয়ালদা-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ৷

12377 শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ৷

13173 শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷

13149 শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৷

12343 শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেল ৷

12987 শিয়ালদা-আজমের সুপারফাস্ট এক্সপ্রেস ৷

২৪ জানুয়ারি (শুক্রবার)

12313 শিয়ালদহ-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস ৷

13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস ৷

13173 শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷

12377 শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ৷

12343 শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেল ৷

13149 শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৷

12987 শিয়ালদা-আজমের সুপারফাস্ট এক্সপ্রেস ৷

12496 কলকাতা-বিকানের প্রতাপ এক্সপ্রেস ৷

12379 শিয়ালদা-অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস ।

২৫ জানুয়ারি (শনিবার)

12313 শিয়ালদা-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ৷

13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস ৷

12377 শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ৷

12343 শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেল ৷

13149 শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৷

12987 শিয়ালদা-আজমের সুপারফাস্ট এক্সপ্রেস ৷

13175 কলকাতা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷

13165 কলকাতা-সীতামারহি এক্সপ্রেস ৷

19414 কলকাতা-আহমেদাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস ৷

২৬ জানুয়ারি (রবিবার)

12313 শিয়ালদা-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস ৷

13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস ৷

12377 শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ৷

12343 শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেল ৷

13149 শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৷

12987 শিয়ালদা-আজমের সুপারফাস্ট এক্সপ্রেস ৷

12317 কলকাতা-অমৃতসর অকালতখত এক্সপ্রেস ৷

13121 কলকাতা-গাজিপুর সিটি উইকলি এক্সপ্রেস ৷

13173 শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷

12259 শিয়ালদা-বিকানের দুরন্ত এক্সপ্রেস ।

নৈহাটি থেকে দমদম জংশন হয়ে যাবে যে সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন -

২৩ জানুয়ারি (বৃহস্পতিবার)

12314 নিউ দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ৷

13152 জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস ৷

13176 শিলচর-কলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷

12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ৷

12344 হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল ৷

13150 আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৷

12988 আজমির-শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস ৷

12330 আনন্দ বিহার টার্মিনাল-শিয়ালদহ যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস ৷

22318 জম্মু তাওয়াই-শিয়ালদা হুমসাফার সুপারফাস্ট এক্সপ্রেস ৷

২৪ জানুয়ারি (শুক্রবার)

12314 নিউ দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ৷

19413 আহমেদাবাদ-কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস ৷

12260 বিকানের-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস ৷

13152 জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস ৷

13174 আগরতলা-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷

12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ৷

12344 হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল ৷

13150 আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৷

12988 আজমির-শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস ৷

12358 অমৃতসর-কলকাতা দুর্গিয়ানা এক্সপ্রেস ৷

12320 গোয়ালিয়র-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস ৷

12495 বিকানের-কলকাতা প্রতাপ এক্সপ্রেস ৷

২৫ জানুয়ার (শনিবার)

12314 নতুন দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ৷

12260 বিকানের-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস ৷ট

13152 জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস ৷

13176 শিলচর-কলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷

12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ৷

12344 হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল ৷

13150 আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৷

12988 আজমির-শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস ৷

22324 গাজীপুর শহর-কলকাতা শব্দভেদী সুপারফাস্ট এক্সপ্রেস ৷

12318 অমৃতসর-কলকাতা অকালতাখ্ত এক্সপ্রেস ৷

২৬ জানুয়ারি (রবিবার)

12314 নতুন দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ৷

13168 আগ্রা ক্যান্ট.-কলকাতা এক্সপ্রেস ৷

13174 আগরতলা-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷

12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ৷

12344 হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল ৷

13150 আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৷

12988 আজমির-শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস ৷

12326 নাঙ্গল ড্যাম-কলকাতা গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস ৷

13152: জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস ৷

২৭ জানুয়ারি (সোমবার)

15234 দারভাঙ্গা-কলকাতা মৈথিলি এক্সপ্রেস ৷

শিয়ালদার পরিবর্তে হাওড়া থেকে যে সমস্ত ট্রেন ছাড়বে বা হাওড়ায় যাত্রা শেষ করবে -

২৩ জানুয়ারি (বৃহস্পতিবার)

13148 বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়ায় যাত্রা শেষ করবে ।

13147 শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা পরিবর্তে হাওড়া থেকে যাত্রা শুরু করবে ।

২৪ জানুয়ারি (শুক্রবার)

22201 শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস এবং 13147 শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে ।

22202 পুরী- শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস এবং 13148 বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়ায় যাত্রা শেষ করবে ।

২৫ জানুয়ারি (শনিবার)

13147 শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে ৷

13148 বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়ায় যাত্রা শেষ করবে ।

২৬ জানুয়ারি (রবিবার)

13147 শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে ৷

13148 বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং 22202 পুরী- শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়ায় যাত্রা শেষ করবে ।

27 জানুয়ারি (সোমবার)

22201 শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে ।

যে যে মেল ও এক্সপ্রেস ট্রেন দক্ষিণেশ্বর স্টেশনের পরিবর্তে বেলঘরিয়া স্টেশনে থামবে আপ ট্রেন: 13175, 13173, 13151 এবং 13149। ডাউন ট্রেন: 15234, 13150, 13150, 131317 এবং 13137 (2) কামারকুন্ডু স্টেশনের পরিবর্তে শিয়ালদহ বিভাগের নৈহাটিতে যে সমস্ত ট্রেন স্টেশনে থামবে আপ ট্রেন: 13149 এবং 13151। ডাউন ট্রেন: 13150 এবং 13152৷

যে সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন হাওড়া ডিভিশনের কামারকুণ্ডু স্টেশনের পরিবর্তে শিয়ালদা ডিভিশনের নৈহাটি স্টেশনে থামবে-

আপ ট্রেন: 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস ।

ডাউন ট্রেন: 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং 13152 জম্মু তাওয়াই এক্সপ্রেস ।